Ajker Patrika

বিজয় দিবসে খুবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

খুবি প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৪: ২৮
বিজয় দিবসে খুবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এ প্রতিযোগিতা শুরু হয়। পরে বিকেল ৪টায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি বলেন ‘এ প্রতিযোগিতায় যে ছবিটি প্রথম পুরস্কার অর্জন করবে সে ছবিটি খুলনা বিশ্ববিদ্যালয়ের গল্লামারী বধ্যভূমি স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে।’ তিনি এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের ধন্যবাদ জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। সঞ্চালনায় ছিলেন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রভাষক শাপলা সিংহ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের মো. সাইফুল্লাহ আবির, দ্বিতীয় স্থান অধিকার করেন একই ডিসিপ্লিনের সুভাশিষ বৈরাগী, তৃতীয় স্থান অধিকার করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সিমরান সাইফ রোজা।

প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার পান ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের শেখ মো. সুমন, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের চিত্রম সেন অনিক ও ভাস্কর্য ডিসিপ্লিনের অহিদ বাধন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত