Ajker Patrika

তিন সাংবাদিকের নামে মামলা প্রত্যাহার দাবি

ওসমানীনগর প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭: ২৭
তিন সাংবাদিকের নামে মামলা প্রত্যাহার দাবি

দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক মুজিবুর রহমানসহ তিন সাংবাদিকের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলা ভবনের সামনে ওসমানীনগরে কর্মরত সাংবাদিকেরা এই মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তিন সাংবাদিকের নামে মামলা সাজিয়ে সাংবাদিকদের মনে আঘাত করা হয়েছে। আপন স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে এমন মামলা দিয়ে গণমাধ্যমের কলম আটকে দেওয়া হচ্ছে। আইসিটি আইনের এমন অপব্যবহারে স্বাধীন সাংবাদিকতা এখন হুমকির মুখে। এ আইন দিয়ে গণমাধ্যমের অধিকারকে খর্ব করা হচ্ছে।

বক্তারা অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক মুজিবুর রহমানসহ তিন সাংবাদিকের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জল ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক উজ্জল দাশ, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক রনিক পাল, অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, দপ্তর সম্পাদক ফজলু মিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত