Ajker Patrika

পলি নেট হাউস ঘিরে কৃষিতে নতুন স্বপ্ন

জুবাইদুল ইসলাম, শেরপুর
পলি নেট হাউস ঘিরে কৃষিতে নতুন স্বপ্ন

শেরপুরে প্রথমবারের মতো পলিনেট হাউস (গ্রিনহাউস) পদ্ধতিতে ফল-সবজি ও চারা উৎপাদন শুরু হয়েছে। এ পদ্ধতিতে প্রযুক্তির মাধ্যমে ভারী বৃষ্টিপাত, তাপ, কীটপতঙ্গ ও ভাইরাসজনিত রোগের মতো প্রতিকূল পরিস্থিতি থেকে নিরাপদে শাকসবজি, ফলমূলসহ কৃষি উৎপাদন সম্ভব।

স্থানীয় কৃষকেরা বলছেন, এই পদ্ধতিতে সার ও কীটনাশক ছাড়াই সব ধরনের শাকসবজি, ফল রোপণ ও চারা উৎপাদন করা হচ্ছে। এতে খরচ কম ও লাভ বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে অন্যদের মধ্যেও।

স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পলিনেট হাউসে উচ্চমূল্যের ফসল যেমন টমেটো, ক্যাপসিকাম, ব্রকলি, রকমেলন, রঙিন তরমুজ, রঙিন ফুলকপি, বাঁধাকপি, লেটুসসহ এসব সবজির পাশাপাশি চারা উৎপাদনের সুযোগ তৈরি হবে। এর ফলে সবজি চাষে যেমন বৈচিত্র্য আসবে, তেমনি অনেকেরই আয়ের নতুন উৎস হবে। পলিথিনের আচ্ছাদন থাকায় এতে সূর্যের ক্ষতিকর রশ্মি ভেতরে প্রবেশে বাধা পায় এবং অতিবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগেও ফসল অক্ষত থাকে। অসময়ে সবজি চাষের জন্য পলিনেট হাউস দেশে আধুনিক কৃষি প্রযুক্তির নতুন সংযোজন। এর মাধ্যমে শীতকালীন সবজিগুলো যেমন সহজেই গ্রীষ্মকালে উৎপাদন করা যায়, তেমনি গ্রীষ্মকালের সবজিও শীতে উৎপাদন করা যায়। ইতিমধ্যে নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় প্রথমবারের মতো এ পদ্ধতিতে চাষাবাদ ও চারা রোপণ শুরু হয়েছে। প্রতিটি পলিনেট হাউস নির্মাণে প্রায় ১৬ লাখ টাকা ব্যয় করেছে কৃষি বিভাগ।

সরেজমিনে দেখা গেছে, ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামে ১০ শতাংশ জমির ওপর একটি পলিনেট হাউস স্থাপন করা হয়েছে। বর্তমানে পলিনেট হাউসে টমেটো, ফুলকপি, পেঁপের চারা, কলার চারা ও ক্যাপসিকামসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ করা হয়েছে। ইতিমধ্যে এ হাউসে ১০ হাজার চারা তৈরি করা হয়েছে।

ফজলুল হক বলেন, ‘আমাকে এই পলিনেট হাউসটি দিয়েছে কৃষি বিভাগ। এর মাধ্যমে অসময়ের সবজি চাষ ও চারা উৎপাদন করে সফলতা পাচ্ছি। আমার এখান থেকে অনেকে চারা সংগ্রহ করছেন।’

নালিতাবাড়ীর বকুল মিয়া বলেন, ‘পলিনেটের মাধ্যমে অসময়ের সবজি চাষ করা যায়। আমার এখান থেকে অনেকে চারা সংগ্রহ করছেন। আমি ভালোই সাড়া পাচ্ছি।’

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, এই পদ্ধতিতে কৃষকেরা সারা বছর সবজি চাষ করতে পারবেন। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সব ধরনের সবজি চাষ করা সম্ভব। যেহেতু সার ও কীটনাশক ছাড়াই উৎপাদন সম্ভব, ফলে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন। কৃষি বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

এই কর্মকর্তা আরও বলেন, পলিনেট হাউস প্রযুক্তির মাধ্যমে ভারী বৃষ্টিপাত, তাপ, কীটপতঙ্গ, ভাইরাসজনিত রোগ ইত্যাদির মতো প্রতিকূল পরিস্থিতি থেকে নিরাপদ শাকসবজি, ফলমূলসহ কৃষি উৎপাদন করা সম্ভব। পলিনেটের ওপরে শেড দিয়ে তাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে কৃত্রিম উপায়ে। এখানে উৎপাদিত চারা ২০ দিন পর রোপণযোগ্য হয়। মূলত অতিবৃষ্টি ও অকাল বন্যায় চারা রাখতে না পারায় বিকল্প এই ব্যবস্থা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত