পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে ভাঙা। পাকা রাস্তার পিচ, ইট আর বালু উঠেছে কয়েক বছর আগেই। প্রায় ১০ বছর ধরে সড়কটি চলাচলের অনুপযোগী। রাস্তার মাঝেমধ্যেই খানাখন্দ। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে পথচারীরা। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষের টনক নড়েনি।
অবশেষে নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত করছেন উজ্জ্বল বাবুর্চি নামে এক ভ্যানচালক। তিনি পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের পূর্ব বুধী গ্রামের বাসিন্দা।
উজ্জ্বল মিয়া বলেন, ‘এই রাস্তার একদিকে পূর্বধলা বাজার, অন্যদিকে হাসপাতাল, উপজেলা পরিষদ ও রেলস্টেশন অবস্থিত। রাস্তায় বড় বড় গর্তের কারণে রিকশা, ভ্যান, অটোরিকশাসহ অন্যান্য গাড়ি চালাতে অসুবিধা হয়। ভাঙাচোরা এই রাস্তার কারণে এখন কর্মহীন হওয়ার উপক্রম। তাই যতটুকু পারছি বড় বড় গর্তে ইট ফেলে মেরামতের চেষ্টা করছি। হয়তো পুরো রাস্তা মেরামত করতে পারব না, তবু যতটুকু পারি ততটুকু মেরামত করব। মূলত মানুষের কষ্টের কথা চিন্তা করেই কাজটি করছি। এর জন্য আমি সবার কাছে দোয়া চাই।’
পথচারী শফিকুল ইসলাম খান বলেন, ‘উজ্জ্বল যা করছেন, তা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি হয়তো পুরো রাস্তাটি সংস্কার করতে পারবেন না, তবে তাঁর এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে বলে আশা করি।’
মো. এমদাদুল ইসলাম বলেন, ‘উজ্জ্বলের এমন অনন্য উদ্যোগে এলাকার মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে। তা ছাড়া তাঁর এই উদ্যোগ সমাজের অন্য মানুষদেরও ভালো কাজে উদ্বুদ্ধ করবে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পূর্বধলা উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান উজ্জ্বলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, উপজেলা সদরের রাস্তাগুলোর অবস্থা সম্পর্কে তিনি অবগত। এগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলে আগামী অর্থবছরে কাজ হতে পারে।
নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে ভাঙা। পাকা রাস্তার পিচ, ইট আর বালু উঠেছে কয়েক বছর আগেই। প্রায় ১০ বছর ধরে সড়কটি চলাচলের অনুপযোগী। রাস্তার মাঝেমধ্যেই খানাখন্দ। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে পথচারীরা। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষের টনক নড়েনি।
অবশেষে নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত করছেন উজ্জ্বল বাবুর্চি নামে এক ভ্যানচালক। তিনি পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের পূর্ব বুধী গ্রামের বাসিন্দা।
উজ্জ্বল মিয়া বলেন, ‘এই রাস্তার একদিকে পূর্বধলা বাজার, অন্যদিকে হাসপাতাল, উপজেলা পরিষদ ও রেলস্টেশন অবস্থিত। রাস্তায় বড় বড় গর্তের কারণে রিকশা, ভ্যান, অটোরিকশাসহ অন্যান্য গাড়ি চালাতে অসুবিধা হয়। ভাঙাচোরা এই রাস্তার কারণে এখন কর্মহীন হওয়ার উপক্রম। তাই যতটুকু পারছি বড় বড় গর্তে ইট ফেলে মেরামতের চেষ্টা করছি। হয়তো পুরো রাস্তা মেরামত করতে পারব না, তবু যতটুকু পারি ততটুকু মেরামত করব। মূলত মানুষের কষ্টের কথা চিন্তা করেই কাজটি করছি। এর জন্য আমি সবার কাছে দোয়া চাই।’
পথচারী শফিকুল ইসলাম খান বলেন, ‘উজ্জ্বল যা করছেন, তা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি হয়তো পুরো রাস্তাটি সংস্কার করতে পারবেন না, তবে তাঁর এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে বলে আশা করি।’
মো. এমদাদুল ইসলাম বলেন, ‘উজ্জ্বলের এমন অনন্য উদ্যোগে এলাকার মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে। তা ছাড়া তাঁর এই উদ্যোগ সমাজের অন্য মানুষদেরও ভালো কাজে উদ্বুদ্ধ করবে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পূর্বধলা উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান উজ্জ্বলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, উপজেলা সদরের রাস্তাগুলোর অবস্থা সম্পর্কে তিনি অবগত। এগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলে আগামী অর্থবছরে কাজ হতে পারে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে