আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
সকালবেলা বসে সবজির হাট। একই সঙ্গে ঘাসের হাট। পৌরসভার মূল সড়কে কলেজ বাজারের এ হাট। সড়কের এক পাশ দখল করে কয়েক বছর ধরে বসে। এতে শহরের ব্যস্ততম সড়কে যানজট লেগেই থাকে। ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণকে। তবে হাট কর্তৃপক্ষের দাবি, হাটের মধ্যে জায়গার স্বল্পতার কারণে সড়কের ওপর কিছু সময়ের জন্য হাটে বসে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যস্ততম এই সড়কের এক পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; অন্য পাশে কলেজ বাজারের এ হাট। এটিই উপজেলার সবচেয়ে বড় হাট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থেকে শুরু করে পশ্চিম পাশের কিছু অংশে সকাল থেকেই দখলে থাকে।
এই হাটে পাশের উপজেলা ক্ষেতলাল ও নওগাঁর বদলগাছী উপজেলার কয়েক গ্রামের কৃষকেরা তাঁদের উৎপাদিত সবজি বিক্রি করতে আসেন। এখানে এসে সড়কেই অপেক্ষা করতে হয় তাঁদের। আবার সড়কের অন্য পাশে গো-খাদ্যের জন্য নেপিয়ার ঘাস বিক্রির স্থান নির্ধারণ করে দিয়েছে হাট কর্তৃপক্ষ।
কৃষকেরা সবজি বহনের কাজে ব্যবহৃত যানগুলো সড়কের ওপরেই রাখেন। এদিকে হাটে আসা বিক্রেতা-ক্রেতাসহ সাধারণ মানুষের ভিড়ে স্থানীয় রুটে চলাচলকারী চালকেরা নির্বিঘ্নে যান চালাতে পারেন না। বেপরোয়াভাবে যেখানে-সেখানে ব্যাটারিচালিত অটোভ্যানও রাখা হয়। এতে ওই এলাকায় যানজট লেগেই থাকে সব সময়।
গতকাল রোববার সকালে হোসেন আলীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ৩-৪ বছর ধরে জমি থেকে ঘাস কিনে হাটে এনে বিক্রি করেন। হাট কর্তৃপক্ষ তাঁদের সড়কের ওপরে ঘাস বিক্রি করতে বলেছে। এ জন্য হাট কর্তৃপক্ষ প্রত্যেকের কাছ থেকে ২০ টাকা করে খাজনা আদায় করে।
ঘাস ব্যবসায়ী আব্দুল আজিজ। তিনি বলেন, ‘সকালে আমি ভ্যানে করে ৫ মণ আলু বিক্রি করতে এসেছি। হাটের মধ্যে ভিড়ে ঢুকতে পারিনি, তাই সড়কের ওপর দাঁড়িয়ে রয়েছি। ব্যাপারীরা এখানেই দরদাম করছেন।’
হাট ইজারাদারের প্রতিনিধি ফেরদৌস সরদার বলেন, হাটের মধ্যে জায়গা কম থাকায় সকালে কিছু সময় কৃষকেরা সড়কের ওপর সবজি নিয়ে দাঁড়িয়ে থাকেন। আবার আমরা হাটের মধ্যে জায়গা করে দিতে চাইলেও তাঁরা হাটের মধ্যে প্রবেশ করতে চান না। সড়কের ওপর যেখানে ঘাস বিক্রি করা হয়, সেখানে ইট দিয়ে জায়গা করে দেওয়া হয়েছে।
আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আসলে হাটের মধ্যে জায়গার স্বল্পতার কারণে মাঝেমধ্যে সকালবেলা কিছু সময় কৃষকেরা তাঁদের সবজি নিয়ে দাঁড়িয়ে থাকে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
জানতে চাইলে জয়পুরহাট সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজ বাজারে যে হাট বসে, এখানে সাধারণত যেটি হয়, সেটি হচ্ছে আজ উচ্ছেদ করলাম পরদিন আবার বসবে। এখন দেখি মেয়র বা ইউএনওকে জানিয়ে বিষয়টি সমাধান করা জায় কি না।’
সকালবেলা বসে সবজির হাট। একই সঙ্গে ঘাসের হাট। পৌরসভার মূল সড়কে কলেজ বাজারের এ হাট। সড়কের এক পাশ দখল করে কয়েক বছর ধরে বসে। এতে শহরের ব্যস্ততম সড়কে যানজট লেগেই থাকে। ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণকে। তবে হাট কর্তৃপক্ষের দাবি, হাটের মধ্যে জায়গার স্বল্পতার কারণে সড়কের ওপর কিছু সময়ের জন্য হাটে বসে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যস্ততম এই সড়কের এক পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; অন্য পাশে কলেজ বাজারের এ হাট। এটিই উপজেলার সবচেয়ে বড় হাট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থেকে শুরু করে পশ্চিম পাশের কিছু অংশে সকাল থেকেই দখলে থাকে।
এই হাটে পাশের উপজেলা ক্ষেতলাল ও নওগাঁর বদলগাছী উপজেলার কয়েক গ্রামের কৃষকেরা তাঁদের উৎপাদিত সবজি বিক্রি করতে আসেন। এখানে এসে সড়কেই অপেক্ষা করতে হয় তাঁদের। আবার সড়কের অন্য পাশে গো-খাদ্যের জন্য নেপিয়ার ঘাস বিক্রির স্থান নির্ধারণ করে দিয়েছে হাট কর্তৃপক্ষ।
কৃষকেরা সবজি বহনের কাজে ব্যবহৃত যানগুলো সড়কের ওপরেই রাখেন। এদিকে হাটে আসা বিক্রেতা-ক্রেতাসহ সাধারণ মানুষের ভিড়ে স্থানীয় রুটে চলাচলকারী চালকেরা নির্বিঘ্নে যান চালাতে পারেন না। বেপরোয়াভাবে যেখানে-সেখানে ব্যাটারিচালিত অটোভ্যানও রাখা হয়। এতে ওই এলাকায় যানজট লেগেই থাকে সব সময়।
গতকাল রোববার সকালে হোসেন আলীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ৩-৪ বছর ধরে জমি থেকে ঘাস কিনে হাটে এনে বিক্রি করেন। হাট কর্তৃপক্ষ তাঁদের সড়কের ওপরে ঘাস বিক্রি করতে বলেছে। এ জন্য হাট কর্তৃপক্ষ প্রত্যেকের কাছ থেকে ২০ টাকা করে খাজনা আদায় করে।
ঘাস ব্যবসায়ী আব্দুল আজিজ। তিনি বলেন, ‘সকালে আমি ভ্যানে করে ৫ মণ আলু বিক্রি করতে এসেছি। হাটের মধ্যে ভিড়ে ঢুকতে পারিনি, তাই সড়কের ওপর দাঁড়িয়ে রয়েছি। ব্যাপারীরা এখানেই দরদাম করছেন।’
হাট ইজারাদারের প্রতিনিধি ফেরদৌস সরদার বলেন, হাটের মধ্যে জায়গা কম থাকায় সকালে কিছু সময় কৃষকেরা সড়কের ওপর সবজি নিয়ে দাঁড়িয়ে থাকেন। আবার আমরা হাটের মধ্যে জায়গা করে দিতে চাইলেও তাঁরা হাটের মধ্যে প্রবেশ করতে চান না। সড়কের ওপর যেখানে ঘাস বিক্রি করা হয়, সেখানে ইট দিয়ে জায়গা করে দেওয়া হয়েছে।
আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আসলে হাটের মধ্যে জায়গার স্বল্পতার কারণে মাঝেমধ্যে সকালবেলা কিছু সময় কৃষকেরা তাঁদের সবজি নিয়ে দাঁড়িয়ে থাকে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
জানতে চাইলে জয়পুরহাট সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজ বাজারে যে হাট বসে, এখানে সাধারণত যেটি হয়, সেটি হচ্ছে আজ উচ্ছেদ করলাম পরদিন আবার বসবে। এখন দেখি মেয়র বা ইউএনওকে জানিয়ে বিষয়টি সমাধান করা জায় কি না।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে