সেই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ০৭: ৪৭
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১০: ৪৬

নারীকে জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম জাকিরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। গতকাল শনিবার সদর উপজেলা আওয়ামী লীগের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শাহ আলম জাকিরকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ওলি উল্লাহ ওলি। তিনি বলেন, নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম জাকিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আমরা বিষয়টি নিয়ে গত সোমবার বৈঠক করি। ওই বৈঠকে জাকিরকে কারণ দর্শানোর নোটিশ ও বিষয়টি তদন্তে পাঁচ সদস্যর কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার পর শনিবার আমরা দলীয় কার্যালয়ে বৈঠক করেছি। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কারণ দর্শানোর জবাব ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আমরা শাহ আলম জাকিরকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হবে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সার্বিকভাবে মনে করেছি দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম জাকিরকে বহিষ্কার করা জরুরি। সে মোতাবেক বৈঠকে আমরা তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে সদ্য বহিষ্কৃত নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম জাকির বলেন, ‘আমি স্থানীয় অপরাজনীতি ও ষড়যন্ত্রের শিকার। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে জিম্মি করে চাঁদা আদায় করা হয়েছে। পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আমাকে ভয় দেখিয়ে জিম্মি করে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। আমি আদালতে মামলা করেছি। মামলায় নির্দোষ প্রমাণিত হব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত