Ajker Patrika

৪ প্রার্থীসহ ৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪ প্রার্থীসহ ৮ জনকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের দুই প্রার্থীকে জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে কুমিল্লা-৬ আসনের আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা এবং বরগুনা-১ আসনের ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে স্বতন্ত্র দুই প্রার্থীসহ আরও ছয় জনকে জরিমানা করেছেন স্থানীয় প্রশাসন। 

বাহার ও শম্ভুকে তলবের পর গতকাল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে তাঁদের জরিমানার সিদ্ধান্ত দেয় কাজী হাবিবুল আউয়াল কমিশন। বিধি ভঙ্গের কারণে প্রার্থিতা বাতিলের বিষয়ে নৌকার এই দুই প্রার্থীকে আলাদাভাবে ইসিতে তলব করা হয়। 

শুনানি শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ কমিশনের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানার অর্থ রিটার্নিং কর্মকর্তার কাছে তিন দিনের মধ্যে পাঠাতে হবে এবং রিটার্নিং কর্মকর্তা তা কমিশনকে অবহিত করবেন। শুনানি শেষে গণমাধ্যমে কথা বলেন বাহাউদ্দিন বাহার। তবে গণমাধ্যম এড়িয়ে যান শম্ভু। 

গণমাধ্যমের কর্মীকে হেনস্তার বিষয়টি অস্বীকার করেন বাহার। তবে হাত, পা ভাঙার বিষয়ে বক্তব্য দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন। তিনি বলেন, ‘ওইভাবে বলিনি। খণ্ডিত আকারে নিউজ এসেছে। আমি বলেছি বিএনপি-জামায়াতকে। আমি আমার বিরোধী প্রার্থীকে বলি নাই। আবেগ থেকে আমি বলেছি জামায়াত-বিএনপি পেলেই কোনো কেন্দ্রে তারা যেন নাশকতা করতে না পারে, হাত-ঠ্যাং ভেঙে দিতে হবে।’ 

আরও ছয় জনকে জরিমানা
মুন্সিগঞ্জ-৩ আসনের গজারিয়ায় বিধি ভঙ্গ করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করে উচ্চ শব্দে প্রচার চালানোর দায়ে দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রমজান মোল্লা ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থক, আর রাসেল নৌকার প্রার্থী আইনজীবী মৃণাল কান্তি দাসের সমর্থক। বড় আয়তনের নির্বাচনী ক্যাম্প তৈরি করায় চুয়াডাঙ্গা-২ আসনে নৌকার প্রার্থী আলী আজগার টগরের এক সমর্থককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

গাজীপুর-৫ আসনে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানের পক্ষে মাইক বাজিয়ে উঠান বৈঠক করায় কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর বাদল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ-৩ আসনের দুই স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) নাসিমুল হক ও ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়াকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

এদিকে পঞ্চগড়-২ আসনে নৌকার প্রার্থী রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন শোকজের জবাব দিয়েছেন। ভবিষ্যতে সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি। মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার দাস শোকজের জবাব দিয়েছেন। নাটোর-৪ আসনে নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ক্ষমা চেয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন। রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে হুমকি দেওয়া মাহাবুর রহমান মাহাম আদালতে সশরীরে হাজির হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। পরে সাংবাদিকদের মাধ্যমে তিনি মাহির কাছেও ক্ষমা চান। বরিশাল-৩ আসনের মুলাদীতে জাতীয় পার্টির (জাপা) এক নেতা এবং কিশোরগঞ্জ-৫ আসনের বাজিতপুরে এক ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে।

খন্দকার রুহুল আমিনের প্রার্থিতা বাতিলের নির্দেশ হাইকোর্টের 
নোয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিনের প্রার্থিতা বাতিল করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ওই এলাকার ভোটার শফিকুর রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের বেঞ্চ এই আদেশ দেন। রুহুল আমিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের তথ্য গোপন করার অভিযোগ ওঠে। 

মানবাধিকার কমিশনের সঙ্গে ইসির বৈঠক আজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির সঙ্গে সভায় বসছে জাতীয় মানবাধিকার কমিশন। বৈঠকটি আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত