Ajker Patrika

প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা

বরুড়া প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ৩০
প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা

বরুড়ায় প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ উপপরিদর্শকের (এসআই) ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গত সোমবার দুপুরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, গত রোববার ঝলম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ডেওয়াতলী কেন্দ্রে দুই ইউপি সদস্যের সমর্থকেরা কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় তাঁরা কেন্দ্রের দরজা ও আসবাবপত্র ভাঙচুর ও ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা গোলাম সরোয়ার ও পুলিশের এসআই আবু হানিফ বাধা দিলে তাঁদের কুপিয়ে জখম করে।

পরে ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা কেন্দ্রে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান। ওই সময় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ওই কেন্দ্রে একজন স্টাফ বলেন, নির্বাচনতো শেষ হয়ে গেছে। কিন্তু কেন্দ্রের ব্যাপক ভাঙচুরের কারণে ক্লাস চালু করাও অসম্ভব হয়ে গেছে। এ ছাড়া বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত