মুসাররাত আবির
ক্যানভা
যারা চটজলদি স্লাইড বানাতে চান, তাদের সবার প্রথম পছন্দ ক্যানভা। কারণ, এখানে আপনি বিনা মূল্যে পেয়ে যাবেন অসংখ্য তৈরি টেমপ্লেট। এখানে বিজনেস, এডুকেশনসহ নানান ক্যাটাগরি আছে, যেখান থেকে আপনি সহজেই আপনার টপিকের সঙ্গে মানানসই টেমপ্লেট পেয়ে যাবেন। এ ছাড়া আছে প্রিসেট অ্যানিমেশন, অডিও ও ভিডিও যুক্ত করার সুবিধা। চাইলে কোলাবোরেটর সুবিধা চালু করে দলের সব সদস্য মিলে একই স্লাইডে কাজ করতে পারবেন। আর ক্যানভা প্রো নিতে চাইলে বছরে গুনতে হবে ১১৯.৯৯ ডলার।
প্রেজি
কোনো বড় বিষয়ে আলাদাভাবে উপস্থাপনার ক্ষেত্রে বেশ উপযোগী প্রেজি। এর চমকপ্রদ নকশা, বিষয়ভিত্তিক থিম আপনার উপস্থাপিত বিষয়কে আরও আকর্ষণীয় করে তুলবে। স্লাইডের আঙ্গিকে বানানো হলেও একটি ক্যাটাগরির মধ্যে ধাপে ধাপে ত্রিমাত্রিক অ্যানিমেশন ব্যবহারের সুবিধা থাকছে প্রেজিতে। এখানে আছে ভিডিও রেকর্ড করার সুবিধা। তাই চাইলে ওয়েবক্যাম অন করে নিজের প্রেজেন্টেশন রেকর্ডের পর ফাইল ট্রান্সফার করতে পারবেন ৷ এ ছাড়া গুগল মিট, জুম, স্কাইপে লাইভ প্রেজেন্টও করতে পারবেন। বিনা মূল্যে আপনি সর্বোচ্চ ৫টি ভিজ্যুয়াল প্রজেক্ট বানাতে পারবেন। আর প্রিমিয়াম প্ল্যান কিনতে চাইলে মাসে ৫ ডলার গুনতে হবে।
পাওটুন
নিজের প্রেজেন্টেশনকে রঙিন ভিডিওতে পরিণত করতে চাইলে পাওটুন ব্যবহার করতে পারেন। এটা অনেকটা অ্যানিমেটেড ভিডিও তৈরির মতো। তবে ফ্রি ভার্সনে ৩ মিনিটের বেশি লম্বা স্লাইড বানাতে পারবেন না। পেইড ভার্সনে রয়েছে আনলিমিটেড টেমপ্লেট ব্যবহার করার সুবিধা। পেইড ভার্সনের মূল্য মাসে ২০ ডলার।
পিচ
গুগল স্লাইডের বিকল্প ব্যবস্থা হলো পিচ প্রোজ। টিম মেম্বারদের সঙ্গে মিলে স্লাইড তৈরি করতে পারবেন। এ ছাড়া থাকছে লাইভ ভিডিও কলের সুবিধা। রেডিমেড টেমপ্লেটের পাশাপাশি নিজের পছন্দমতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন ৷ এই সফটওয়্যারের আরেকটা সুবিধা হলো, আপনি নির্দিষ্ট স্লাইড এডিট করার দায়িত্ব নির্দিষ্ট সদস্যকে দিতে পারবেন, কাউকে কোনো নির্দেশনা দিতে হলে স্লাইডের মধ্যেই থাকছে কমেন্ট, রিঅ্যাক্ট ও নোট লেখার সুবিধা। ‘গো লাইভ’ ফিচারটা চালু করলেই শুরু হয়ে যাবে ভিডিও কল। তখন যারা ওই প্রেজেন্টেশন স্লাইডটি খুলবেন, তারাই জয়েন হতে পারবেন সেই কলে। এভাবে ভার্চুয়ালি সবাই একসঙ্গে বসে কাজ করতে পারবেন। এই সফটওয়্যারের ফ্রি প্ল্যান থাকছে আনলিমিটেড টেমপ্লেট ও লাইভ ভিডিও কোলাবোরেশন। মাসিক ৮ ডলারের পেইড প্ল্যানে থাকছে আরও আকর্ষণীয় টেমপ্লেট, ওয়ার্কপ্লেস ফিচার ও প্রেজেন্টেশন অ্যানালাইটিকস।
জোহো শো
জোহো ব্যবহার করা বেশ সহজ, আছে স্লাইড লক করার সুবিধা। তাই একসঙ্গে অনেকে মিলে কাজ করলে নিজের স্লাইড লক করে রাখতে পারবেন, যাতে অন্য কেউ আপনার স্লাইডে কাজ না করতে পারে। আর এটা সম্পূর্ণ বিনা মূল্যেই ব্যবহার করতে পারবেন। তবে এর একটা অসুবিধা হলো, টেমপ্লেটগুলো খুবই সাদামাটা। আপনার হাতে যদি স্লাইড বানানোর সময় একদমই না থাকে, তাহলে এটা ব্যবহার করতে পারেন।
গামা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে। প্রেজেন্টেশনের স্লাইডও এর ব্যতিক্রম নয়। গামার এআই জেনারেটিভ ফিচারকে যদি আপনি একটা টপিক, আউটলাইন, নোট, ডকুমেন্ট বা আর্টিকেল দেন, সে সেখান থেকেই একটি থিম নির্বাচন করে আপনাকে স্লাইড বানিয়ে দেবে। হয়তো হুবহু আপনার মনমতো হবে না, কিন্তু আপনার কাজ অনেকটুকুই এগিয়ে দেবে।
ফ্রি প্ল্যানে আপনি পাচ্ছেন আনলিমিটেড ইউজার, একটি কাস্টম থিম, এআই ডেক ক্রেডিট এবং বেসিক ভিউ অ্যানালাইটিকস। প্রিমিয়াম ভার্সন কেনার জন্য মাসে ১০ ডলার দিতে হবে।
এ ছাড়া গুগল স্লাইড, ভিজমে, কি নোট, সোয়ে, হাইকু ডেক দিয়েও আপনি প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারবেন।
ক্যানভা
যারা চটজলদি স্লাইড বানাতে চান, তাদের সবার প্রথম পছন্দ ক্যানভা। কারণ, এখানে আপনি বিনা মূল্যে পেয়ে যাবেন অসংখ্য তৈরি টেমপ্লেট। এখানে বিজনেস, এডুকেশনসহ নানান ক্যাটাগরি আছে, যেখান থেকে আপনি সহজেই আপনার টপিকের সঙ্গে মানানসই টেমপ্লেট পেয়ে যাবেন। এ ছাড়া আছে প্রিসেট অ্যানিমেশন, অডিও ও ভিডিও যুক্ত করার সুবিধা। চাইলে কোলাবোরেটর সুবিধা চালু করে দলের সব সদস্য মিলে একই স্লাইডে কাজ করতে পারবেন। আর ক্যানভা প্রো নিতে চাইলে বছরে গুনতে হবে ১১৯.৯৯ ডলার।
প্রেজি
কোনো বড় বিষয়ে আলাদাভাবে উপস্থাপনার ক্ষেত্রে বেশ উপযোগী প্রেজি। এর চমকপ্রদ নকশা, বিষয়ভিত্তিক থিম আপনার উপস্থাপিত বিষয়কে আরও আকর্ষণীয় করে তুলবে। স্লাইডের আঙ্গিকে বানানো হলেও একটি ক্যাটাগরির মধ্যে ধাপে ধাপে ত্রিমাত্রিক অ্যানিমেশন ব্যবহারের সুবিধা থাকছে প্রেজিতে। এখানে আছে ভিডিও রেকর্ড করার সুবিধা। তাই চাইলে ওয়েবক্যাম অন করে নিজের প্রেজেন্টেশন রেকর্ডের পর ফাইল ট্রান্সফার করতে পারবেন ৷ এ ছাড়া গুগল মিট, জুম, স্কাইপে লাইভ প্রেজেন্টও করতে পারবেন। বিনা মূল্যে আপনি সর্বোচ্চ ৫টি ভিজ্যুয়াল প্রজেক্ট বানাতে পারবেন। আর প্রিমিয়াম প্ল্যান কিনতে চাইলে মাসে ৫ ডলার গুনতে হবে।
পাওটুন
নিজের প্রেজেন্টেশনকে রঙিন ভিডিওতে পরিণত করতে চাইলে পাওটুন ব্যবহার করতে পারেন। এটা অনেকটা অ্যানিমেটেড ভিডিও তৈরির মতো। তবে ফ্রি ভার্সনে ৩ মিনিটের বেশি লম্বা স্লাইড বানাতে পারবেন না। পেইড ভার্সনে রয়েছে আনলিমিটেড টেমপ্লেট ব্যবহার করার সুবিধা। পেইড ভার্সনের মূল্য মাসে ২০ ডলার।
পিচ
গুগল স্লাইডের বিকল্প ব্যবস্থা হলো পিচ প্রোজ। টিম মেম্বারদের সঙ্গে মিলে স্লাইড তৈরি করতে পারবেন। এ ছাড়া থাকছে লাইভ ভিডিও কলের সুবিধা। রেডিমেড টেমপ্লেটের পাশাপাশি নিজের পছন্দমতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন ৷ এই সফটওয়্যারের আরেকটা সুবিধা হলো, আপনি নির্দিষ্ট স্লাইড এডিট করার দায়িত্ব নির্দিষ্ট সদস্যকে দিতে পারবেন, কাউকে কোনো নির্দেশনা দিতে হলে স্লাইডের মধ্যেই থাকছে কমেন্ট, রিঅ্যাক্ট ও নোট লেখার সুবিধা। ‘গো লাইভ’ ফিচারটা চালু করলেই শুরু হয়ে যাবে ভিডিও কল। তখন যারা ওই প্রেজেন্টেশন স্লাইডটি খুলবেন, তারাই জয়েন হতে পারবেন সেই কলে। এভাবে ভার্চুয়ালি সবাই একসঙ্গে বসে কাজ করতে পারবেন। এই সফটওয়্যারের ফ্রি প্ল্যান থাকছে আনলিমিটেড টেমপ্লেট ও লাইভ ভিডিও কোলাবোরেশন। মাসিক ৮ ডলারের পেইড প্ল্যানে থাকছে আরও আকর্ষণীয় টেমপ্লেট, ওয়ার্কপ্লেস ফিচার ও প্রেজেন্টেশন অ্যানালাইটিকস।
জোহো শো
জোহো ব্যবহার করা বেশ সহজ, আছে স্লাইড লক করার সুবিধা। তাই একসঙ্গে অনেকে মিলে কাজ করলে নিজের স্লাইড লক করে রাখতে পারবেন, যাতে অন্য কেউ আপনার স্লাইডে কাজ না করতে পারে। আর এটা সম্পূর্ণ বিনা মূল্যেই ব্যবহার করতে পারবেন। তবে এর একটা অসুবিধা হলো, টেমপ্লেটগুলো খুবই সাদামাটা। আপনার হাতে যদি স্লাইড বানানোর সময় একদমই না থাকে, তাহলে এটা ব্যবহার করতে পারেন।
গামা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে। প্রেজেন্টেশনের স্লাইডও এর ব্যতিক্রম নয়। গামার এআই জেনারেটিভ ফিচারকে যদি আপনি একটা টপিক, আউটলাইন, নোট, ডকুমেন্ট বা আর্টিকেল দেন, সে সেখান থেকেই একটি থিম নির্বাচন করে আপনাকে স্লাইড বানিয়ে দেবে। হয়তো হুবহু আপনার মনমতো হবে না, কিন্তু আপনার কাজ অনেকটুকুই এগিয়ে দেবে।
ফ্রি প্ল্যানে আপনি পাচ্ছেন আনলিমিটেড ইউজার, একটি কাস্টম থিম, এআই ডেক ক্রেডিট এবং বেসিক ভিউ অ্যানালাইটিকস। প্রিমিয়াম ভার্সন কেনার জন্য মাসে ১০ ডলার দিতে হবে।
এ ছাড়া গুগল স্লাইড, ভিজমে, কি নোট, সোয়ে, হাইকু ডেক দিয়েও আপনি প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারবেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে