Ajker Patrika

লালমোহনে আলুর ভালো ফলন, খুশি কৃষক

মনজুর রহমান, লালমোহন (ভোলা) 
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১০: ১২
লালমোহনে আলুর ভালো ফলন, খুশি কৃষক

ভোলার লালমোহন উপজেলায় চলতি বছর আলুর ভালো ফলন হয়েছে। বাজারে দাম কিছুটা কম হলেও ভালো ফলন পেয়ে খুশি তাঁরা। আলু চাষে লাভবান হওয়ার আশা চাষিদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৩৬৫ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়। আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০ হাজার ৯৫০ মেট্রিক টন।

জানা গেছে, আলুখেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ ছিল না চলতি মৌসুমে। এতে ফলনে বিপর্যয় হয়নি। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে লক্ষ্যমাত্রার চেয়েও উৎপাদন কিছুটা কমেছে।

কৃষকেরা জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ফলন নিয়ে চিন্তিত ছিলেন লালমোহনের আলুচাষিরা।

উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া ও জাহাজমারা গ্রামে গিয়ে দেখা গেছে, খেত থেকে চাষিরা আলু তোলায় ব্যস্ত। অনেকে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন।

জাহাজমারা গ্রামের আলুচাষি মো. ওবায়দুর রহমান বলেন, ‘গত বছরের মতো এ বছরেও আলুর ফলন ভালো হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে প্রথম দিকে আলুর চারা নষ্ট হয়েছিল। পরে নতুন করে রোপণ করি। ফলন ভালো হয়েছে। দামও বেশ। আশা করছি, এবার আলু চাষে লাভ হবে।’

এই এলাকার কৃষক আব্দুর রশিদ বলেন, ‘১৫ গন্ডা জমিতে আলুর আবাদ করেছি। ফলন অনেক ভালো। প্রথম ধাপে ১০ হাজার টাকার আলু বিক্রি করেছি। খেতে এখনো অনেক আলু রয়েছে। সেগুলো বিক্রির প্রস্তুতি নিচ্ছি।’

পাঙ্গাশিয়া গ্রামের আলুচাষি মো. বাবুল বলেন, ‘পাঁচ বছর ধরে আলুর চাষ করছি। অন্য বছরের চেয়ে এ বছর ফলন অনেক ভালো। আলু তুলেছি। এক লাখ টাকা লাভ হবে বলে আশা করছি।’

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এ এফ এম সাহাবুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও আলুর আবাদ কিছুটা কম হয়েছে। এ বছর ফলন ভালো, দামও ভালো। লাভবান হওয়ায় কৃষকদের আগ্রহ বেড়েছে। কৃষকদের বিভিন্ন সময় পরামর্শ দেওয়া হয়। ভবিষ্যতে কৃষকদের মাঝে আলু চাষে আগ্রহ বাড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত