নবদম্পতির গলায় দড়ি স্বামীর মৃত্যু

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৪২
Thumbnail image

পারিবারিক কলহের জেরে ফরিদপুরের নগরকান্দার এক নবদম্পতি গলায় ফাঁস নেন। এতে স্বামীর মৃত্যু হয়েছে। তবে বেঁচে গেছেন স্ত্রী। গতকাল সোমবার এই ঘটনা ঘটে।

জানা গেছে, নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আক্কাস মোল্লার ছেলে বাইজিদ মোল্লা (২০) ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। দুই মাস আগে পরিবারের মতামতে বিয়ে করেন পাশের মুকসুদপুর উপজেলার কৃঞ্চারদিয়া গ্রামের এক তরুণীকে। বিয়ের পর থেকে ভালোই চলছিল সংসার। স্বামী কর্মস্থল ঢাকায় থাকতেন আর স্ত্রী থাকতেন ব্রাহ্মণডাঙ্গা গ্রামে।

বাইজিদের বাবা আক্কাস মোল্লা বলেন, ‘রোববার রাতে দুজনে মোবাইলে কথা বলেছে। আমাদের মনে হয়েছে দুজনে ঝগড়া করছে। সোমবার সকালেও দুজনে ঝগড়া করেছে। সকাল ১০টার দিকে বউমা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। আমরা বিষয়টি টের পেয়ে বউমাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাচ্ছি। এমন সময় সংবাদ আসে আমার ছেলে ঢাকায় ভাড়া বাসায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বর্তমানে ছেলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।’

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। স্বামী যেহেতু ঢাকায় মারা গেছে সেহেতু তাঁর ময়নাতদন্ত ঢাকাতেই হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত