নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সহিদ উল্যাহ খান সোহেল পুনর্নির্বাচিত হয়েছেন।
এর আগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় পৌরসভায় ভোট গ্রহণ। গতকাল রোববার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম।
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, আজ (গতকাল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ৩৪টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মো. সহিদ উল্যাহ্ খান সোহেল ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম কিরণ কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬২৮ ভোট। মোবাইল প্রতীক নিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী লুৎফুল হায়দার লেলিন পেয়েছেন ২ হাজার ২৪৪ ভোট। নির্বাচনে মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী আবু নাছের, ইসলামী আন্দোলনের সহিদুল ইসলাম, স্বতন্ত্র কাজী আনোয়ার হোসেন, শামছুল ইসলাম মজনু।
এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬৩ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে রফিকুল বারী আলমগীর, ২ নম্বর ওয়ার্ডে ওহিদ উল্যাহ পলাশ, ৩ নম্বর ওয়ার্ডে মো. সেলিম, ৪ নম্বর ওয়ার্ডে আবুল খায়ের সোহাগ, ৫ নম্বর ওয়ার্ডে রতন কৃষ্ণ পাল, ৬ নম্বর ওয়ার্ডে জাহেদুর রহমান শামীম, ৭ নম্বর ওয়ার্ডে বদরুল হাসান বাবলু, ৮ নম্বর ওয়ার্ডে নাসিম উদ্দিন সুনাম এবং ৯ নম্বর ওয়ার্ডে ফখরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মোট ভোট পড়েছে ৩৯ হাজার ৮২২টি। বাতিল হয়েছে ৬৯ ভোট।
এদিকে ভোট গ্রহণ চলাকালে সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রের সামনে থেকে ফাহাদ বিন ইকবাল নামের এক যুববকে আটক করা হয়। আটক ফাহাদ বিন ইকবাল জয়কৃষ্ণপুর এলাকার ইকবাল হোসেনের ছেলে।
ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টায় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রে ঢোকার সময় জিজ্ঞাসাবাদে তাঁকে সন্দেহ হয়। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে কাগজে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বুকে সংরক্ষিত একজন কাউন্সিলর প্রার্থীর ব্যাচ পাওয়া যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। নির্বাচন ঘিরে প্রতিটি কেন্দ্রে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশ নেয়নি। তবে দলটির একাধিক নেতা স্বতন্ত্র পরিচয়ে অংশ নেন।
নোয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সহিদ উল্যাহ খান সোহেল পুনর্নির্বাচিত হয়েছেন।
এর আগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় পৌরসভায় ভোট গ্রহণ। গতকাল রোববার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম।
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, আজ (গতকাল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ৩৪টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মো. সহিদ উল্যাহ্ খান সোহেল ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম কিরণ কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬২৮ ভোট। মোবাইল প্রতীক নিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী লুৎফুল হায়দার লেলিন পেয়েছেন ২ হাজার ২৪৪ ভোট। নির্বাচনে মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী আবু নাছের, ইসলামী আন্দোলনের সহিদুল ইসলাম, স্বতন্ত্র কাজী আনোয়ার হোসেন, শামছুল ইসলাম মজনু।
এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬৩ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে রফিকুল বারী আলমগীর, ২ নম্বর ওয়ার্ডে ওহিদ উল্যাহ পলাশ, ৩ নম্বর ওয়ার্ডে মো. সেলিম, ৪ নম্বর ওয়ার্ডে আবুল খায়ের সোহাগ, ৫ নম্বর ওয়ার্ডে রতন কৃষ্ণ পাল, ৬ নম্বর ওয়ার্ডে জাহেদুর রহমান শামীম, ৭ নম্বর ওয়ার্ডে বদরুল হাসান বাবলু, ৮ নম্বর ওয়ার্ডে নাসিম উদ্দিন সুনাম এবং ৯ নম্বর ওয়ার্ডে ফখরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মোট ভোট পড়েছে ৩৯ হাজার ৮২২টি। বাতিল হয়েছে ৬৯ ভোট।
এদিকে ভোট গ্রহণ চলাকালে সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রের সামনে থেকে ফাহাদ বিন ইকবাল নামের এক যুববকে আটক করা হয়। আটক ফাহাদ বিন ইকবাল জয়কৃষ্ণপুর এলাকার ইকবাল হোসেনের ছেলে।
ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টায় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রে ঢোকার সময় জিজ্ঞাসাবাদে তাঁকে সন্দেহ হয়। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে কাগজে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বুকে সংরক্ষিত একজন কাউন্সিলর প্রার্থীর ব্যাচ পাওয়া যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। নির্বাচন ঘিরে প্রতিটি কেন্দ্রে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশ নেয়নি। তবে দলটির একাধিক নেতা স্বতন্ত্র পরিচয়ে অংশ নেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে