Ajker Patrika

স্কুলের গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষক ও সভাপতি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
স্কুলের গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষক ও সভাপতি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন লক্ষাধিক টাকার মেহগনি ও চাম্বল গাছ বিক্রির ঘটনা ঘটেছে। ওই বিদ্যালয়ের সভাপতি লাভলু সিকদার এবং প্রধান শিক্ষক সুজন মজুমদার ইউএনও এবং শিক্ষা কর্মকর্তাকে না জানিয়ে গাছ বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, গাছ বিক্রির খবর জানাজানি হলে তাঁরা ৮টি গাছের ৬টি অংশ রেখে বাকিটা সরিয়ে ফেলেন। জানতে চাইলে প্রধান শিক্ষক সুজন মজুমদার বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য একটু তড়িঘড়ি করে ৭টি গাছ কাটা হয়েছে। শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছিল। তবে গাছ কেটে বিদ্যালয়ের সামনেই রাখা হয়েছে; বিক্রি করা হয়নি।’ কাটা গাছের কিছু অংশ দেখা গেলেও বাকিটা কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘লেবারদের খরচের জন্য গাছের কিছু তাদের দেওয়া হয়েছে। তবে কত টাকায় ওই গাছ বিক্রি হয়েছে, তা তিনি বলেননি।’

সভাপতি লাভলু সিকদার বলেন, ‘বিদ্যালয়ের গাইড ওয়ালের কাজ চলছে। গাইড ওয়াল দিতে গিয়ে গাছের কারণে কাজে বিঘ্ন ঘটছিল। তাই রেজুলেশন করে শিক্ষা কর্মকর্তাকে জানিয়ে গাছগুলো কাটা হয়েছে। এখনো বিক্রি করা হয়নি।’

এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফ হোসেন বলেন, ‘আমি সরেজমিন পরিদর্শনে গিয়েছিলাম। ওই বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল করতে গাছ কাটা অতি প্রয়োজন ছিল না। না কাটলেও চলত।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দীন খলিফা বলেন, ‘গাছ কাটার জন্য যেসব নিয়ম রয়েছে প্রধান শিক্ষক ও সভাপতি তা পালন করেননি। তাদের শোকজ দেওয়ার ব্যবস্থা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত