গোয়াইনঘাট প্রতিনিধি
কয়েক দিন আগে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ছিল গোয়াইনঘাট উপজেলার জনজীবন। সেই ধকল কাটিয়ে না উঠতেই আবারও পানি উঠতে শুরু করেছে। এতে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে আবারও ভয়াবহ বন্যার আতঙ্ক বিরাজ করছে।
উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে গোয়াইনঘাট উপজেলার নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে।
পূর্ব আলীরগাঁওয়ের বাসিন্দা মনজুর আহমদ বলেন, গত বন্যায় মানুষের অনেক ক্ষতি করে গেছে। আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি উঠে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাসা থেকে বের হওয়া যাচ্ছে না।
এদিকে, নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৪৮০ হেক্টরের মতো বোনা এবং আউশ নিমজ্জিত রয়েছে।
এ ছাড়া সবজি নিমজ্জিত রয়েছে আরও ১৩০ হেক্টর। তবে, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও বেশি ফসলি জমি নিমজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে।
গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করছে। ডাউকি, সারী ও পিয়াইন নদীর পানি ধীরে ধীরে বাড়ছে। যদিও এখনো নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকেই গোয়াইনঘাটের ডাউকি, সারি এবং পিয়াইন নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার বেশ কটি ইউনিয়নে আবারও পানি উঠতে শুরু করেছে।
সারী-গোয়াইন, সালুটিকর-গোয়াইন রাস্তায় পানি উঠে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।
গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হান পারভেজ রনি বলেন, টানা বর্ষণে গতকাল পর্যন্ত উপজেলায় ৪৮০ হেক্টরের মতো বোনা এবং আউশ নিমজ্জিত রয়েছে। এ ছাড়া সবজি নিমজ্জিত রয়েছে ১৩০ হেক্টর।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান বলেন, গোয়াইনঘাটে নতুন করে আবারও পানি উঠতে শুরু করেছে। নিম্নাঞ্চলের মানুষদের আগে থেকেই সতর্ক করা হচ্ছে। এ ছাড়া নদীপথে চলাচলে সবাইকে সাবধান থাকতে অনুরোধ করা হচ্ছে।
কয়েক দিন আগে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ছিল গোয়াইনঘাট উপজেলার জনজীবন। সেই ধকল কাটিয়ে না উঠতেই আবারও পানি উঠতে শুরু করেছে। এতে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে আবারও ভয়াবহ বন্যার আতঙ্ক বিরাজ করছে।
উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে গোয়াইনঘাট উপজেলার নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে।
পূর্ব আলীরগাঁওয়ের বাসিন্দা মনজুর আহমদ বলেন, গত বন্যায় মানুষের অনেক ক্ষতি করে গেছে। আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি উঠে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাসা থেকে বের হওয়া যাচ্ছে না।
এদিকে, নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৪৮০ হেক্টরের মতো বোনা এবং আউশ নিমজ্জিত রয়েছে।
এ ছাড়া সবজি নিমজ্জিত রয়েছে আরও ১৩০ হেক্টর। তবে, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও বেশি ফসলি জমি নিমজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে।
গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করছে। ডাউকি, সারী ও পিয়াইন নদীর পানি ধীরে ধীরে বাড়ছে। যদিও এখনো নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকেই গোয়াইনঘাটের ডাউকি, সারি এবং পিয়াইন নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার বেশ কটি ইউনিয়নে আবারও পানি উঠতে শুরু করেছে।
সারী-গোয়াইন, সালুটিকর-গোয়াইন রাস্তায় পানি উঠে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।
গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হান পারভেজ রনি বলেন, টানা বর্ষণে গতকাল পর্যন্ত উপজেলায় ৪৮০ হেক্টরের মতো বোনা এবং আউশ নিমজ্জিত রয়েছে। এ ছাড়া সবজি নিমজ্জিত রয়েছে ১৩০ হেক্টর।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান বলেন, গোয়াইনঘাটে নতুন করে আবারও পানি উঠতে শুরু করেছে। নিম্নাঞ্চলের মানুষদের আগে থেকেই সতর্ক করা হচ্ছে। এ ছাড়া নদীপথে চলাচলে সবাইকে সাবধান থাকতে অনুরোধ করা হচ্ছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে