Ajker Patrika

বিনা মূল্যে ৫০ একর জমির ধান কাটার উদ্বোধন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ১২: ৪১
বিনা মূল্যে ৫০ একর জমির ধান কাটার উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় ৬৭ জন সমলয় পদ্ধতিতে বোরোচাষির ৫০ একর জমির পাকা ধান কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে বিনা মূল্যে কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পৌরসদরের গোপীনাথপুর পারহাউস এলাকায় এ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এসএম খালিদ সাইফুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ নূরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় অশনির প্রভাব থেকে জেলার ধান চাষিরা যাতে ফসল রক্ষা করতে পারে এ জন্য যেসব চাষিদের ধান ৮০ শতাংশ পেঁকেছে তাঁদের ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ এ লক্ষ সামনে রেখে কলারোয়াতে ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ একর জমির বোরো ধানের সমলয় চাষ করা হয়।

নূরুল ইসলাম আরও বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে বিনা মূল্যে এ সব ধান কাটাই-মাড়াই ও সংরক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। জেলায় চলতি মৌসুমে প্রতি হেক্টর জমিতে প্রায় ৪ টন পর্যন্ত ধানের ফলন পেয়েছেন চাষিরা। তবে আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা তাঁদের ধান ভালোভাবে ঘরে তুলতে পারলে বেশ লাভবান হবেন।’

কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, কলারোয়ায় বোরো মৌসুমে ২০২১-২২ অর্থ বছরে ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এর মধ্যে সমলয় চাষের ধান ৫০ একর জমিতে ৬৭ জন সুবিধাভোগী চাষি আবাদ করেছেন। এ ধান চাষিদের চারা সার কর্তন বিনা মূল্যে দেওয়া হয়েছে। সমলয় হাইব্রিড এসএল ৮৮ ধানের ফলন হেক্টর প্রতি ৭ টন করে ৩৫০ টন ধান ফলন হতে পারে ৷ বৈরী আবহাওয়া ঘূর্ণিঝড় ‘অশনি’ পূর্বাভাসে সতর্কতা অবলম্বন করতে ধান ৮০ শতাংশ পাকলেই কর্তনের পরামর্শ দেওয়া হয়েছে।

সমলয়ের সুবিধাভোগী ধান চাষি রফিকুল ইসলাম বলেন, বৈরি আবহাওয়ার প্রতিকূলতার মধ্যে কামলা মজুরি দিয়ে ধান কেটে ঘরে তুলতে গেলে বিঘা প্রতি ৫ হাজার টাকা মতো খরচ হতো। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিনা মূল্যে ৬৭ জন কৃষকের ৫০ হেক্টর (১৫০ বিঘা) জমির ধান কর্তন কার্যক্রম শুরু করেছে। এতে অসহায় চাষিদের ধান কর্তনেই সাড়ে ৫ লক্ষ টাকা সাশ্রয় হয়েছে। এ জন্য তিনি চাষিদের পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত