সেলিম হোসাইন, ফুলবাড়িয়া
প্রতিনিয়ত বাড়ছে মুরগির বাচ্চা ও খাবারের দাম। কিন্তু সে অনুপাতে দাম বাড়ছে না মুরগির। ফলে চরম লোকসানের মুখে ফুলবাড়িয়ার পোলট্রি খামারিরা। ব্যয়ের সঙ্গে আয়ের সংকুলান করতে না পারায় ধ্বংসের দ্বারপ্রান্তে এই শিল্প। প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে ছোট ছোট অনেক খামার। আর এতে করে বাড়ছে বেকারত্বের চাপ।
এ অবস্থায় আমিষের ঘাটতি পূরণের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাচ্চা ও খাবারের দাম কমানোসহ সরকারি সহায়তার দাবি জানিয়েছেন খামারিরা।
তারা বলছেন, ক্রমাগত ছোট ছোট খামারগুলো বন্ধ হয়ে গেলে সব ধরনের ডিম এবং মুরগির মাংসের দাম আরও বেড়ে যাবে।
ফুলবাড়িয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলা লেয়ার মুরগির ২ হাজার ৭০টি, ব্রয়লার মুরগির ২ হাজার ২০০টি, সোনালি মুরগির ১০০টি খামার রয়েছে। সব মিলিয়ে উপজেলায় পোলট্রি খামার রয়েছে ৪ হাজার ৩৭০টি। তবে ডিলারদের হিসেবে এ সংখ্যা আরও বেশি।
গত কয়েক দিন উপজেলার এনায়েইত পুর, রাঙ্গামাটিয়া, ভবানী পুর, কালাদসহ বেশ কয়েকটি ইউনিয়নের খামার ঘুরে দেখা, মুরগির বাচ্চা আর খাদ্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে না পেরে অনেক খামারি মুরগি পালন বাদ দিয়েছেন। কেউবা পুঁজি হারানোর ভয়ে একেবারেই খামার গুটিয়ে নিয়েছেন।
মুরগির খামারি লাল মামুদ বলেন, ‘রাঙ্গামাটিয়া ইউনিয়নে তিন শতাধিক খামার আছে। নতুন করে মুরগি তুলেছেন এমন খামারি সর্বোচ্চ ৫০ জনের বেশি হবে না। লোকসানের ভয়ে অনেক খামারি মুরগি তুলছেন না।’
ফুলবাড়িয়া পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘মুরগির বাচ্চা ও খাদ্যের দাম বেশি। দেশের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে লোকসানের মুখে ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে।’ ’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, ‘কোনো খামার একেবারে বন্ধ হয়নি। মুরগির খাদ্যের দাম বেশি তাই কিছুদিনের জন্য বন্ধ রয়েছে। তবে দাম কমলে তাঁরা আবার ব্যবসায় ফিরে আসবেন।’
প্রতিনিয়ত বাড়ছে মুরগির বাচ্চা ও খাবারের দাম। কিন্তু সে অনুপাতে দাম বাড়ছে না মুরগির। ফলে চরম লোকসানের মুখে ফুলবাড়িয়ার পোলট্রি খামারিরা। ব্যয়ের সঙ্গে আয়ের সংকুলান করতে না পারায় ধ্বংসের দ্বারপ্রান্তে এই শিল্প। প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে ছোট ছোট অনেক খামার। আর এতে করে বাড়ছে বেকারত্বের চাপ।
এ অবস্থায় আমিষের ঘাটতি পূরণের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাচ্চা ও খাবারের দাম কমানোসহ সরকারি সহায়তার দাবি জানিয়েছেন খামারিরা।
তারা বলছেন, ক্রমাগত ছোট ছোট খামারগুলো বন্ধ হয়ে গেলে সব ধরনের ডিম এবং মুরগির মাংসের দাম আরও বেড়ে যাবে।
ফুলবাড়িয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলা লেয়ার মুরগির ২ হাজার ৭০টি, ব্রয়লার মুরগির ২ হাজার ২০০টি, সোনালি মুরগির ১০০টি খামার রয়েছে। সব মিলিয়ে উপজেলায় পোলট্রি খামার রয়েছে ৪ হাজার ৩৭০টি। তবে ডিলারদের হিসেবে এ সংখ্যা আরও বেশি।
গত কয়েক দিন উপজেলার এনায়েইত পুর, রাঙ্গামাটিয়া, ভবানী পুর, কালাদসহ বেশ কয়েকটি ইউনিয়নের খামার ঘুরে দেখা, মুরগির বাচ্চা আর খাদ্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে না পেরে অনেক খামারি মুরগি পালন বাদ দিয়েছেন। কেউবা পুঁজি হারানোর ভয়ে একেবারেই খামার গুটিয়ে নিয়েছেন।
মুরগির খামারি লাল মামুদ বলেন, ‘রাঙ্গামাটিয়া ইউনিয়নে তিন শতাধিক খামার আছে। নতুন করে মুরগি তুলেছেন এমন খামারি সর্বোচ্চ ৫০ জনের বেশি হবে না। লোকসানের ভয়ে অনেক খামারি মুরগি তুলছেন না।’
ফুলবাড়িয়া পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘মুরগির বাচ্চা ও খাদ্যের দাম বেশি। দেশের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে লোকসানের মুখে ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে।’ ’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, ‘কোনো খামার একেবারে বন্ধ হয়নি। মুরগির খাদ্যের দাম বেশি তাই কিছুদিনের জন্য বন্ধ রয়েছে। তবে দাম কমলে তাঁরা আবার ব্যবসায় ফিরে আসবেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে