আচরণবিধির তোয়াক্কা করছেন না প্রার্থীরা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০৭: ৪৭
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৯

নেত্রকোনার পূর্বধলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারে আচরণবিধি মানছেন না প্রার্থীরা। প্রচারে মাইকিং, পোস্টারিং ও প্রচারের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও সেগুলোর তোয়াক্কা না করে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না নির্বাচন কমিশন।

আগামী ২৮ নভেম্বর উপজেলার ১১টি ইউপির মধ্যে ধলামূলগাঁও বাদে ১০ টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো দেয়াল, ঘরের বেড়া ও যানবাহনে পোস্টার লাগানোর নিয়ম নেই। কিন্তু প্রার্থীদের পোস্টারে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাটের দেয়াল, বেড়া, যানবাহন ও বিদ্যুতের খুঁটি ছেয়ে গেছে। এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান বা কবরস্থানের দেয়ালও এ থেকে বাদ যাচ্ছে না। দেয়াল বা বেড়ার মালিকেরা নিষেধ করেও তাদের মানাতে পারছেন না। যে যেখানে পারছেন পোস্টার সাঁটাচ্ছেন।

উপজেলা সদরের এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁর ঘরের দেওয়ালে বিভিন্ন প্রার্থীর পোস্টার লাগানো হয়েছে। এতে দেওয়ালের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে।

তা ছাড়া দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকিং করার নিয়ম রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের বাইরেও উচ্চ শব্দে মাইকিং ও মিছিল করে চলছে প্রচারণা। একজন প্রার্থীর একটি মাইক ব্যবহারের নিয়ম থাকলেও একাধিক মাইক ব্যবহার করা হচ্ছে। কোনো এলাকায় সব প্রার্থীর পক্ষে যখন একের পর এক মাইকিং করা হয় তখন এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এতে শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। বিঘ্নিত হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীসহ অন্য শিক্ষার্থীদের পড়ালেখা। এ ছাড়া দেদারসে চলছে মোটরসাইকেল মহড়া।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিষয়গুলো আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে এ বিষয়ে প্রার্থীদের ডেকে সতর্ক করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত