Ajker Patrika

হিলি ইমিগ্রেশনে উপহাইকমিশনার

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৫: ৩৪
হিলি ইমিগ্রেশনে উপহাইকমিশনার

যাত্রী বহির্গমন বন্দর দিয়ে দুই দেশের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বাড়াতে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার তৌফিক হাসান।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি হিলি সীমান্ত দিয়ে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেন। এ সময় বন্দর, কাস্টমস ও ব্যবসায়ীদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শন শেষে তিনি বন্দর, কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। শেষে দুপুর সাড়ে ১২টায় তিনি পুনরায় কলকাতায় ফিরে যান।

এ সময় উপস্থিত ছিলেন হিলি স্থল শুল্কস্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার, ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শিপ্রা রায়, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী, হিলি স্থল শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান, হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, ম্যানেজার অশিত স্যানাল, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত