নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজশাহী বিভাগে চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে ষাটোর্ধ্বদের টিকার চতুর্থ ডোজ দেওয়া হয়। কিন্তু রাজশাহী বিভাগের দুই জেলা চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে একজনও প্রথম দিন চতুর্থ ডোজের টিকা গ্রহণ করেননি।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহী মহানগরের চারটি কেন্দ্র এবং বিভাগের অন্য সাত জেলার প্রতিটি সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে।
অন্য ছয় জেলার মধ্যে রাজশাহী জেলা ও মহানগরে ২৭ জন পুরুষ এবং ২৬ জন নারী; নওগাঁয় ১১১ জন পুরুষ ও ৬৮ জন নারী; নাটোরে ২০ জন পুরুষ ও ১২ জন নারী; জয়পুরহাটে ১৭ জন পুরুষ ও ১৬ জন নারী; বগুড়ায় ৪২ জন পুরুষ ও ৪৬ জন নারী এবং পাবনায় ৭ জন পুরুষ ও ৪ জন নারী টিকা নিয়েছেন। মোট টিকা গ্রহণকারী ৩৯৬ জন।
রাজশাহী মহানগরের মধ্যে পুলিশ লাইনস হাসপাতাল, সিটি করপোরেশনের নগর স্বাস্থ্যকেন্দ্র, রাজশাহী সেনানিবাস হাসপাতাল এবং ১১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত টিকা দেওয়া হয়। দুপুরে দুটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যকর্মীরা টিকা দেওয়ার জন্য অপেক্ষা করছেন। টিকা নেওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না। মাঝেমধ্যে দুয়েকজন এসে টিকা নিয়ে যাচ্ছেন। কোথাও কোনো মানুষের ভিড় দেখা যায়নি।
সংশ্লিষ্টরা মনে করছেন, চতুর্থ ডোজ প্রয়োগের ব্যাপারে আগে থেকে প্রচার চালানো হয়নি। তাই টিকা নেওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, আবার অনেকে পরে নেবেন ভেবে হয়তো আসেননি।
প্রথম দিন টিকা প্রয়োগ কেমন হলো জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ এফ এম আঞ্জুমান আরা বেগম বলেন, খুব খারাপ। টিকা নিতে আসা মানুষের সংখ্যা খুবই কম। এটা তো এখন চলবে। পরে হয়তো লোকজন আসবে। সে কারণে প্রথম দিন টিকা গ্রহণকারী খুবই কম।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) নাজমা আক্তার জানান, ষাটোর্ধ্ব নারী-পুরুষকে এখন চতুর্থ ডোজ টিকা দেওয়া হচ্ছে। সব ধরনের টিকাই আছে। যে টিকার তৃতীয় ডোজ নেওয়া আছে, চতুর্থ ডোজও সে টিকা দেওয়া হচ্ছে। কিন্তু প্রথম দিন রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জের কেউ টিকা নেননি অথচ জেলা সদর এবং প্রত্যেক উপজেলাতেই এ কার্যক্রম চলছে।
এই টিকা দেওয়ার ব্যাপারে প্রচারের ঘাটতি ছিল কি না জানতে চাইলে নাজমা আক্তার বলেন, ওভাবে কোনো প্রচার চালানো হয়নি। টেলিভিশনে সংবাদ প্রচার হয়েছে, মানুষ জেনে গেছে। কোভিডের সংক্রমণ কমে যাওয়ার কারণে দ্বিতীয় ডোজ নেওয়ার আগ্রহ কমে গেছে। সেখানে চতুর্থ ডোজ নেওয়ার আগ্রহ কম থাকবে, সেটাই স্বাভাবিক। এ জন্য প্রথম দিন খুব বেশি মানুষ টিকা নেননি। তবে কার্যক্রম চলমান থাকবে। সবাই টিকা নেবেন।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজশাহী বিভাগে চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে ষাটোর্ধ্বদের টিকার চতুর্থ ডোজ দেওয়া হয়। কিন্তু রাজশাহী বিভাগের দুই জেলা চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে একজনও প্রথম দিন চতুর্থ ডোজের টিকা গ্রহণ করেননি।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহী মহানগরের চারটি কেন্দ্র এবং বিভাগের অন্য সাত জেলার প্রতিটি সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে।
অন্য ছয় জেলার মধ্যে রাজশাহী জেলা ও মহানগরে ২৭ জন পুরুষ এবং ২৬ জন নারী; নওগাঁয় ১১১ জন পুরুষ ও ৬৮ জন নারী; নাটোরে ২০ জন পুরুষ ও ১২ জন নারী; জয়পুরহাটে ১৭ জন পুরুষ ও ১৬ জন নারী; বগুড়ায় ৪২ জন পুরুষ ও ৪৬ জন নারী এবং পাবনায় ৭ জন পুরুষ ও ৪ জন নারী টিকা নিয়েছেন। মোট টিকা গ্রহণকারী ৩৯৬ জন।
রাজশাহী মহানগরের মধ্যে পুলিশ লাইনস হাসপাতাল, সিটি করপোরেশনের নগর স্বাস্থ্যকেন্দ্র, রাজশাহী সেনানিবাস হাসপাতাল এবং ১১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত টিকা দেওয়া হয়। দুপুরে দুটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যকর্মীরা টিকা দেওয়ার জন্য অপেক্ষা করছেন। টিকা নেওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না। মাঝেমধ্যে দুয়েকজন এসে টিকা নিয়ে যাচ্ছেন। কোথাও কোনো মানুষের ভিড় দেখা যায়নি।
সংশ্লিষ্টরা মনে করছেন, চতুর্থ ডোজ প্রয়োগের ব্যাপারে আগে থেকে প্রচার চালানো হয়নি। তাই টিকা নেওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, আবার অনেকে পরে নেবেন ভেবে হয়তো আসেননি।
প্রথম দিন টিকা প্রয়োগ কেমন হলো জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ এফ এম আঞ্জুমান আরা বেগম বলেন, খুব খারাপ। টিকা নিতে আসা মানুষের সংখ্যা খুবই কম। এটা তো এখন চলবে। পরে হয়তো লোকজন আসবে। সে কারণে প্রথম দিন টিকা গ্রহণকারী খুবই কম।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) নাজমা আক্তার জানান, ষাটোর্ধ্ব নারী-পুরুষকে এখন চতুর্থ ডোজ টিকা দেওয়া হচ্ছে। সব ধরনের টিকাই আছে। যে টিকার তৃতীয় ডোজ নেওয়া আছে, চতুর্থ ডোজও সে টিকা দেওয়া হচ্ছে। কিন্তু প্রথম দিন রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জের কেউ টিকা নেননি অথচ জেলা সদর এবং প্রত্যেক উপজেলাতেই এ কার্যক্রম চলছে।
এই টিকা দেওয়ার ব্যাপারে প্রচারের ঘাটতি ছিল কি না জানতে চাইলে নাজমা আক্তার বলেন, ওভাবে কোনো প্রচার চালানো হয়নি। টেলিভিশনে সংবাদ প্রচার হয়েছে, মানুষ জেনে গেছে। কোভিডের সংক্রমণ কমে যাওয়ার কারণে দ্বিতীয় ডোজ নেওয়ার আগ্রহ কমে গেছে। সেখানে চতুর্থ ডোজ নেওয়ার আগ্রহ কম থাকবে, সেটাই স্বাভাবিক। এ জন্য প্রথম দিন খুব বেশি মানুষ টিকা নেননি। তবে কার্যক্রম চলমান থাকবে। সবাই টিকা নেবেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে