আজকের পত্রিকা ডেস্ক
সুনামগঞ্জ ও হবিগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস আজ ৬ ডিসেম্বর। এই দিনে ১৯৭১ সালের এই দিনে হাওরের নৌপথে ও সড়কপথে সিলেটের দিকে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। পাশাপাশি মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা উপজেলা মুক্ত হয় এই দিনে। বিস্তারিত প্রতিনিধিদের তথ্যে:
সুনামগঞ্জ: ৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে মুক্ত হয় সুনামগঞ্জ শহর। মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি অভিযানে শহর শত্রুমুক্ত হওয়ায় জনতা রাস্তায় নেমে আসে। ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। মুক্তিযোদ্ধাদের ত্রিমুখী আক্রমণের খবর পেয়ে পাকিস্তানি হানাদার বাহিনী দক্ষিণের সড়ক ও হাওর পথে পালিয়ে যায়।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও যুদ্ধাহত মুক্তিযুদ্ধ বলেন, দক্ষিণ দিকে পাকিস্তানি হানাদার বাহিনীর পালানোর পথ রেখে বালাট সাব সেক্টরের মুক্তিযোদ্ধারা সুনামগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে উদ্যোগ নেন। ৫ ডিসেম্বর রাতে বালাট সাব সেক্টরের কমান্ডার মেজর মোতালিব, ভারতীয় ক্যাপ্টেন যাদব ও ক্যাপ্টেন রঘুনাথ ভাট বিশেষ পরিকল্পনা নিয়ে দখলদার বাহিনীর ওপর আঘাত হানতে চারটি কোম্পানি প্রস্তুত করেন। এ কোম্পানিকে যোগীরগাঁও, বি কোম্পানিকে হালুয়ারঘাট, সি কোম্পানিকে হাছননগর, ডি কোম্পানিকে ভাদেরটেক লালপুর থেকে আক্রমণের নির্দেশ দেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের অতর্কিত ও যৌথ আক্রমণের খবরে ভীতসন্ত্রস্ত পাকিস্তানি হানাদারবাহিনী শহর ছেড়ে পালাতে শুরু করে।
হবিগঞ্জ: এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা। একই দিনে জেলার নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলাকেও হানাদার মুক্ত ঘোষণা করা হয়। ১৯৭১ সালে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় বসে সারা দেশকে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। পরে এখানে মুক্তিযোদ্ধারা প্রথম গুলি ছুড়ে যুদ্ধের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন। সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, কিশোরগঞ্জ মহকুমা, আখাউড়া-ভৈরব রেললাইন থেকে উত্তর-পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে ছিল ৩ নম্বর সেক্টর। এই সেক্টরের দায়িত্ব পালন করেন মেজর শফিউল্লাহ।
৫ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ শহরে প্রবেশ করে এবং ৬ ডিসেম্বর ভোররাতে পাকিস্তানি সেনাসহ রাজাকাররা শহর ছেড়ে পালিয়ে যায়। ৬ ডিসেম্বর ছাত্রসংগ্রাম পরিষদের নেতা মো. শাহাজাহান মিয়ার নেতৃত্বে ৩৩ জন মুক্তিযোদ্ধা প্রথম হবিগঞ্জ শহরে প্রবেশ করে অস্ত্র উচিয়ে হবিগঞ্জকে মুক্ত ঘোষণা করেন। পরে হবিগঞ্জ সদর থানা কম্পাউন্ডে বিজয় পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান। ‘জয় বাংলা’ স্লোগানে বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়ে চারপাশে।
কুলাউড়া (মৌলভীবাজার) : মুক্তিযোদ্ধাদের দেওয়া তথ্যমতে, কুলাউড়ায় পাক হানাদার বাহিনীর আগমন ঘটে ৭ মে। ওই দিন মৌলভীবাজার থেকে কুলাউড়া প্রবেশ পথে কাপুয়া সেতুর কাছে হানাদারদের গতিরোধ করতে গিয়ে শহীদ হন জয়চন্ডী ইউনিয়নের মো. আকরাম ওরফে আছকির মিয়া ও হাবীব উদ্দিন। এ ছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষদের ধরে শহরের বিভিন্ন স্থানে এনে নির্মম হত্যাযজ্ঞ চালায় ও গণকবর দেয় পাক হানাদাররা।
এদিকে ১ ডিসেম্বর কাকুরা চা-বাগান থেকে গাজীপুর চা-বাগান এলাকার দিকে মিত্র বাহিনীরা অগ্রসর হলে পাক সেনাদের সঙ্গে পাল্টা গুলি বর্ষণ চলতে থাকে। ২ ডিসেম্বর রাতে যুদ্ধ হয়। ৩ ডিসেম্বর রাতে রাজপুত রেজিমেন্ট আক্রমণ করে পাকিস্তানিরা বাধার মুখে পড়ে অবস্থান দখল করতে ব্যর্থ হয়। তারপর ৪ ডিসেম্বর রাতে ৪-৫ গোর্খা রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল এ বি হারলিকার নেতৃত্বে আক্রমণ করে ভারতীয় বাহিনী। যুদ্ধের পর পাকিস্তানিরা ব্যর্থ হয়ে অবস্থান ত্যাগ করে। ওই দিনই সন্ধ্যার দিকে সম্মিলিত বাহিনী কুলাউড়ায় পৌঁছে এভাবেই কুলাউড়া থেকে সিলেটের দিকে সড়কপথে পাকিস্তানিরা পালিয়ে যায়। দীর্ঘ সাত মাস পর ৬ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় কুলাউড়া।
বড়লেখা (মৌলভীবাজার) : ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের আক্রমণে নাকাল পাক হানাদার বড়লেখা ছাড়তে বাধ্য হয়। ওই দিন ভোরে বড়লেখা সম্পূর্ণ শত্রুমুক্ত হলে বর্তমান উপজেলা পরিষদের সামনে এক বিজয় সমাবেশ করা হয়। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত না হলেও ওই দিন বড়লেখায় উদিত হয় লাল সবুজের পতাকা।
সুনামগঞ্জ ও হবিগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস আজ ৬ ডিসেম্বর। এই দিনে ১৯৭১ সালের এই দিনে হাওরের নৌপথে ও সড়কপথে সিলেটের দিকে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। পাশাপাশি মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা উপজেলা মুক্ত হয় এই দিনে। বিস্তারিত প্রতিনিধিদের তথ্যে:
সুনামগঞ্জ: ৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে মুক্ত হয় সুনামগঞ্জ শহর। মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি অভিযানে শহর শত্রুমুক্ত হওয়ায় জনতা রাস্তায় নেমে আসে। ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। মুক্তিযোদ্ধাদের ত্রিমুখী আক্রমণের খবর পেয়ে পাকিস্তানি হানাদার বাহিনী দক্ষিণের সড়ক ও হাওর পথে পালিয়ে যায়।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও যুদ্ধাহত মুক্তিযুদ্ধ বলেন, দক্ষিণ দিকে পাকিস্তানি হানাদার বাহিনীর পালানোর পথ রেখে বালাট সাব সেক্টরের মুক্তিযোদ্ধারা সুনামগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে উদ্যোগ নেন। ৫ ডিসেম্বর রাতে বালাট সাব সেক্টরের কমান্ডার মেজর মোতালিব, ভারতীয় ক্যাপ্টেন যাদব ও ক্যাপ্টেন রঘুনাথ ভাট বিশেষ পরিকল্পনা নিয়ে দখলদার বাহিনীর ওপর আঘাত হানতে চারটি কোম্পানি প্রস্তুত করেন। এ কোম্পানিকে যোগীরগাঁও, বি কোম্পানিকে হালুয়ারঘাট, সি কোম্পানিকে হাছননগর, ডি কোম্পানিকে ভাদেরটেক লালপুর থেকে আক্রমণের নির্দেশ দেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের অতর্কিত ও যৌথ আক্রমণের খবরে ভীতসন্ত্রস্ত পাকিস্তানি হানাদারবাহিনী শহর ছেড়ে পালাতে শুরু করে।
হবিগঞ্জ: এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা। একই দিনে জেলার নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলাকেও হানাদার মুক্ত ঘোষণা করা হয়। ১৯৭১ সালে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় বসে সারা দেশকে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। পরে এখানে মুক্তিযোদ্ধারা প্রথম গুলি ছুড়ে যুদ্ধের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন। সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, কিশোরগঞ্জ মহকুমা, আখাউড়া-ভৈরব রেললাইন থেকে উত্তর-পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে ছিল ৩ নম্বর সেক্টর। এই সেক্টরের দায়িত্ব পালন করেন মেজর শফিউল্লাহ।
৫ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ শহরে প্রবেশ করে এবং ৬ ডিসেম্বর ভোররাতে পাকিস্তানি সেনাসহ রাজাকাররা শহর ছেড়ে পালিয়ে যায়। ৬ ডিসেম্বর ছাত্রসংগ্রাম পরিষদের নেতা মো. শাহাজাহান মিয়ার নেতৃত্বে ৩৩ জন মুক্তিযোদ্ধা প্রথম হবিগঞ্জ শহরে প্রবেশ করে অস্ত্র উচিয়ে হবিগঞ্জকে মুক্ত ঘোষণা করেন। পরে হবিগঞ্জ সদর থানা কম্পাউন্ডে বিজয় পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান। ‘জয় বাংলা’ স্লোগানে বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়ে চারপাশে।
কুলাউড়া (মৌলভীবাজার) : মুক্তিযোদ্ধাদের দেওয়া তথ্যমতে, কুলাউড়ায় পাক হানাদার বাহিনীর আগমন ঘটে ৭ মে। ওই দিন মৌলভীবাজার থেকে কুলাউড়া প্রবেশ পথে কাপুয়া সেতুর কাছে হানাদারদের গতিরোধ করতে গিয়ে শহীদ হন জয়চন্ডী ইউনিয়নের মো. আকরাম ওরফে আছকির মিয়া ও হাবীব উদ্দিন। এ ছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষদের ধরে শহরের বিভিন্ন স্থানে এনে নির্মম হত্যাযজ্ঞ চালায় ও গণকবর দেয় পাক হানাদাররা।
এদিকে ১ ডিসেম্বর কাকুরা চা-বাগান থেকে গাজীপুর চা-বাগান এলাকার দিকে মিত্র বাহিনীরা অগ্রসর হলে পাক সেনাদের সঙ্গে পাল্টা গুলি বর্ষণ চলতে থাকে। ২ ডিসেম্বর রাতে যুদ্ধ হয়। ৩ ডিসেম্বর রাতে রাজপুত রেজিমেন্ট আক্রমণ করে পাকিস্তানিরা বাধার মুখে পড়ে অবস্থান দখল করতে ব্যর্থ হয়। তারপর ৪ ডিসেম্বর রাতে ৪-৫ গোর্খা রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল এ বি হারলিকার নেতৃত্বে আক্রমণ করে ভারতীয় বাহিনী। যুদ্ধের পর পাকিস্তানিরা ব্যর্থ হয়ে অবস্থান ত্যাগ করে। ওই দিনই সন্ধ্যার দিকে সম্মিলিত বাহিনী কুলাউড়ায় পৌঁছে এভাবেই কুলাউড়া থেকে সিলেটের দিকে সড়কপথে পাকিস্তানিরা পালিয়ে যায়। দীর্ঘ সাত মাস পর ৬ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় কুলাউড়া।
বড়লেখা (মৌলভীবাজার) : ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের আক্রমণে নাকাল পাক হানাদার বড়লেখা ছাড়তে বাধ্য হয়। ওই দিন ভোরে বড়লেখা সম্পূর্ণ শত্রুমুক্ত হলে বর্তমান উপজেলা পরিষদের সামনে এক বিজয় সমাবেশ করা হয়। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত না হলেও ওই দিন বড়লেখায় উদিত হয় লাল সবুজের পতাকা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে