ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
বাজারে বিক্রি করা গরু এবং খাসির মাংসে মিলেছে যক্ষ্মার জীবাণু। এতে ঝুঁকিতে রয়েছে মানুষ। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সে ক্ষেত্রে মাংস বিক্রির জন্য জবাই করা এসব পশুকে আগে পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা। পরীক্ষা-নিরীক্ষায় রোগমুক্ত প্রমাণ হলে তবেই পশুগুলো জবাই করার পরামর্শ দিয়েছেন তাঁরা।
গবেষণা সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, গরু ও খাসির মাংস নিয়ে ২০১৩ সাল থেকে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। প্রতি বছর সারা দেশে এক থেকে দেড় শ গরু ছাগল পরীক্ষা করে শতকরা ৩ ভাগ গরু এবং শতকরা ১৫ ভাগ ছাগলে যক্ষ্মার জীবাণু পান তাঁরা। তাঁদের গবেষণায় দেখা যায় যক্ষ্মার জীবাণু প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। এ কারণে বাজারে গরু, খাসি ও ছাগল জবাই করার আগে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন গবেষক দল। এ ছাড়া ঝুঁকি এড়াতে বেশি তাপ দিয়ে মাংস রান্নার করার কথা বলছেন তাঁরা।
গবেষক দলের প্রধান বিএইউ রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু হাদি নূর আলী খান বলেন, দীর্ঘ গবেষণায় জবাই করে বাজারে বিক্রি করা পশুর যক্ষ্মার জীবাণু পাওয়া গেছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে সচেতন হলে এটা প্রতিরোধ করা সম্ভব। গরু ও খাসি জবাইয়ের আগে পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে। মাংস প্রক্রিয়াজাতকরণ এবং রান্না করার ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
অধ্যাপক ড. আবু হাদি নূর আলী খান আরও বলেন, এসব জীবাণু মানুষের শরীরে দীর্ঘদিন অবস্থান করলেও এর লক্ষণ সহজে প্রকাশ পায় না। এজন্য এটি মানুষের জন্য আরও মারাত্মক।
জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, যাঁরা কাঁচা দুধ খান এবং যাঁরা মাংস প্রক্রিয়াজাতকরণের কাজে জড়িত, তাঁরা বেশি ঝুঁকিতে রয়েছেন। তবে উচ্চ তাপমাত্রায় মাংস রান্না করে খেলে ঝুঁকি নেই। পরামর্শ হিসেবে ডা. নজরুল ইসলাম আরও বলেন, মানবস্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখার জন্য পশু জবাইয়ের আগে পশুচিকিৎসকের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার আশফিয়া আমরিন বলেন, মাংস প্রক্রিয়াজাতকরণ এলাকা এবং বাড়ির রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি হাতে গ্লাভস পরে মাংস প্রক্রিয়াজাতকরণ এবং মাংস রান্না করতে হবে। মুখে পরতে হবে মাস্ক। এরপর সাবান-পানি দিয়ে হাতসহ প্রয়োজনীয় অংশ ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। তবেই পশু থেকে আসা যক্ষ্মার জীবাণু থেকে রক্ষা মিলবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউনুস আলী বলেন, মাংসে যক্ষ্মার জীবাণু রোধে নগরীতে কসাইখানা বৃদ্ধির পাশাপাশি পশু পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি পরীক্ষাগার স্থাপন করা হবে। পশু পরীক্ষার জন্য ভেটেরিনারি সার্জন নিয়োগ করারও পরিকল্পনা রয়েছে তাঁদের। সবাইকে সচেতন হয়ে যক্ষ্মার ঝুঁকি মোকাবিলার আহ্বান জানান তিনি।
বাজারে বিক্রি করা গরু এবং খাসির মাংসে মিলেছে যক্ষ্মার জীবাণু। এতে ঝুঁকিতে রয়েছে মানুষ। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সে ক্ষেত্রে মাংস বিক্রির জন্য জবাই করা এসব পশুকে আগে পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা। পরীক্ষা-নিরীক্ষায় রোগমুক্ত প্রমাণ হলে তবেই পশুগুলো জবাই করার পরামর্শ দিয়েছেন তাঁরা।
গবেষণা সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, গরু ও খাসির মাংস নিয়ে ২০১৩ সাল থেকে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। প্রতি বছর সারা দেশে এক থেকে দেড় শ গরু ছাগল পরীক্ষা করে শতকরা ৩ ভাগ গরু এবং শতকরা ১৫ ভাগ ছাগলে যক্ষ্মার জীবাণু পান তাঁরা। তাঁদের গবেষণায় দেখা যায় যক্ষ্মার জীবাণু প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। এ কারণে বাজারে গরু, খাসি ও ছাগল জবাই করার আগে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন গবেষক দল। এ ছাড়া ঝুঁকি এড়াতে বেশি তাপ দিয়ে মাংস রান্নার করার কথা বলছেন তাঁরা।
গবেষক দলের প্রধান বিএইউ রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু হাদি নূর আলী খান বলেন, দীর্ঘ গবেষণায় জবাই করে বাজারে বিক্রি করা পশুর যক্ষ্মার জীবাণু পাওয়া গেছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে সচেতন হলে এটা প্রতিরোধ করা সম্ভব। গরু ও খাসি জবাইয়ের আগে পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে। মাংস প্রক্রিয়াজাতকরণ এবং রান্না করার ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
অধ্যাপক ড. আবু হাদি নূর আলী খান আরও বলেন, এসব জীবাণু মানুষের শরীরে দীর্ঘদিন অবস্থান করলেও এর লক্ষণ সহজে প্রকাশ পায় না। এজন্য এটি মানুষের জন্য আরও মারাত্মক।
জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, যাঁরা কাঁচা দুধ খান এবং যাঁরা মাংস প্রক্রিয়াজাতকরণের কাজে জড়িত, তাঁরা বেশি ঝুঁকিতে রয়েছেন। তবে উচ্চ তাপমাত্রায় মাংস রান্না করে খেলে ঝুঁকি নেই। পরামর্শ হিসেবে ডা. নজরুল ইসলাম আরও বলেন, মানবস্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখার জন্য পশু জবাইয়ের আগে পশুচিকিৎসকের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার আশফিয়া আমরিন বলেন, মাংস প্রক্রিয়াজাতকরণ এলাকা এবং বাড়ির রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি হাতে গ্লাভস পরে মাংস প্রক্রিয়াজাতকরণ এবং মাংস রান্না করতে হবে। মুখে পরতে হবে মাস্ক। এরপর সাবান-পানি দিয়ে হাতসহ প্রয়োজনীয় অংশ ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। তবেই পশু থেকে আসা যক্ষ্মার জীবাণু থেকে রক্ষা মিলবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউনুস আলী বলেন, মাংসে যক্ষ্মার জীবাণু রোধে নগরীতে কসাইখানা বৃদ্ধির পাশাপাশি পশু পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি পরীক্ষাগার স্থাপন করা হবে। পশু পরীক্ষার জন্য ভেটেরিনারি সার্জন নিয়োগ করারও পরিকল্পনা রয়েছে তাঁদের। সবাইকে সচেতন হয়ে যক্ষ্মার ঝুঁকি মোকাবিলার আহ্বান জানান তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে