Ajker Patrika

মৃত্যুহীন দিনে বিভাগে করোনা আক্রান্ত ৩

সিলেট প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ০০
মৃত্যুহীন দিনে বিভাগে করোনা আক্রান্ত ৩

সিলেট বিভাগের চার জেলায় করোনায় মৃত্যুহীন দিনে তিনজন আক্রান্ত হয়েছেন। ৫৩৪ জনের নমুনা পরীক্ষা করে তাঁদের শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টার মধ্যে বিভাগের চার জেলায় করোনায় কেউ মারা যাননি। ২৪ ঘণ্টায় বিভাগের তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।

নতুন আক্রান্তদের নিয়ে বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৯৪৩ জনে। এদের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৮৭১ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫ জন, মৌলভীবাজারে ৮ হাজার ১৭১ জন ও হবিগঞ্জে ৬ হাজার ৬৫৬ জন।

সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৮০ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৮৬ জন। সুনামগঞ্জে ৭৪ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৮ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আটজন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন। বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন চার করোনা রোগী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত