গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০৭: ১৭
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১০: ০৪

নোয়াখালীর বেগমগঞ্জে নিরীহ ব্যক্তিদের হয়রানির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সাম্প্রদায়িক হামলা-ভাঙচুরের অভিযোগে করা মামলায় তাঁদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

গতকাল রোববার সকালে চৌমুহনী পাবলিক হলের সামনে চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার লোকজনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, চৌমুহনীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করে ঢালাওভাবে গণিপুর গ্রামের লোকজনকে গণগ্রেপ্তার করছে পুলিশ। পুলিশের এমন হয়রানির প্রতিবাদ জানিয়ে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে সাধারণ মানুষকে হয়রানি না করার অনুরোধ করা হয়। একই সঙ্গে ওই ঘটনায় গ্রেপ্তার নিরপরাধ ব্যক্তিদের মুক্তিরও দাবি জানান তাঁরা।

তবে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। এর বাইরে নিরপরাধ কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার বা হয়রানি করছে না।

প্রসঙ্গত, কুমিল্লায় পবিত্র কোরআন শরিফ অবমাননার ঘটনাকে কেন্দ্র করে গত বছরের ১৫ অক্টোবর নোয়াখালীর চৌমুহনীসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় ৩২টি মামলা হয়। এসব মামলায় ৪১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৮-৯ হাজার আসামি করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত ১০১ জনসহ আরও ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত