নাজিম উদ্দিন ইমন, কেরানীগঞ্জ (ঢাকা)
ঢাকা-২ আসনে আগামী নির্বাচনে প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে ঘিরে প্রকাশ্যে দেখা দিয়েছে দ্বন্দ্ব-বিরোধ। আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নেমেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। দুই নেতার বিরোধের কারণে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের স্থানীয় কর্মী ও সমর্থকেরা।
অপরদিকে নির্বাচন ঘিরে নির্ভার বিএনপি। কেরানীগঞ্জের কলাতিয়া, তারানগর, শাক্তা, রোহিতপুর, বাস্তায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের। গত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও প্রার্থী হয়েছিলেন তাঁর ছেলে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী নির্বাচনে আমানউল্লাহ আমানই প্রার্থী হতে পারেন। তবে কোনো কারণে তিনি প্রার্থী না হতে পারলে মাঠে আবার দেখা যেতে পারে ইরফানকে।
এদিকে সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মাঠ গোছাতে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা জহিরুল ইসলামকে।
আসনটি কেরানীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন (হযরতপুর, কলাতিয়া, তারানগর, শাক্তা, রোহিতপুর, বাস্তা ও কালিন্দী), সাভার উপজেলার ৩টি ইউনিয়ন (আমিনবাজার, তেঁতুলঝোড়া ও ভাকুর্তা) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এ আসনের এমপি হন বিএনপির আবদুল মান্নান খান। ২০০৮ সালে এমপি হন আওয়ামী লীগের কামরুল ইসলাম। ২০১৪ ও ২০১৮ সালেও তাঁরই দখলে ছিল এ আসন।
নির্বাচন সামনে রেখে এলাকায় নিয়মিত সভা-সমাবেশ ও গণসংযোগ করছেন এমপি কামরুল। তিন মেয়াদে এমপি হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি দলের নীতিনির্ধারক ও প্রভাবশালী মন্ত্রীদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। মনোনয়ন দৌড়ে এগিয়ে তিনি। সমর্থকদের দাবি, এবারও কামরুলকে সবুজ সংকেত দিয়েছে হাইকমান্ড। যদিও এ দাবি মানতে নারাজ আওয়ামী লীগের আরেক মনোনয়নপ্রত্যাশী শাহীন আহমেদ। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনিও নির্বাচনী এলাকায় শক্ত অবস্থান গড়ে তুলেছেন।
গত নির্বাচনে ব্যাপক শোডাউন করে মনোনয়নপত্র কিনলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কামরুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান শাহীন। এবার তিনি ছাড় দিতে রাজি নন। তাঁর দাবি, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে এবার মনোনয়নের আশ্বাস দিয়েছেন। গত নির্বাচনে শেখ হাসিনার আশ্বাস পেয়েই তিনি কামরুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান। তাই তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী কথা রাখবেন। তিনিও চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। এলাকার ভোটারদের মধ্যে বেশ জনপ্রিয়তা রয়েছে তাঁর।
এদিকে কামরুল ও শাহীনের দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। কর্মী-সমর্থকেরা পৃথকভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পালন করছেন এবং আলাদাভাবে দুজনের ছবি দিয়ে পোস্টার ও ব্যানার টাঙানো হচ্ছে। শাহীন আহমেদের দাবি, সম্প্রতি তাঁর সমর্থকেরা সাভারের ভাকুর্তা এলাকায় ঈদ উপহার বিতরণ করতে গেলে আগের রাতে সেই অনুষ্ঠানের স্টেজে আগুন লাগিয়ে দিয়েছেন কামরুলের সমর্থকেরা।
স্থানীয় লোকজনের দাবি, টানা তিন মেয়াদে সংসদ সদস্য থাকার পরেও কেরানীগঞ্জে তেমন জনপ্রিয়তা গড়ে ওঠেনি কামরুলের। নির্বাচনী ভাবনা জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও তাঁকে মনোনয়ন দেবেন এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে দৃঢ় বিশ্বাসী। তবে দল থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হবে, তাঁর পক্ষে কাজ করবেন।
শাহীন আহমেদ বলেন, দলের প্রতি আনুগত্য দেখানোর কারণে বিএনপি জোট সরকারের আমলে তিনি এবং তাঁর পরিবার হামলা ও মামলার শিকার হয়েছেন। বিএনপি আমলে তাঁর বাড়িতে হামলা হয়েছে। এরপরও দলের দুঃসময়ে তিনি নেতা-কর্মীদের ছেড়ে যাননি। দল ক্ষমতায় আসার পর এলাকায় আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন।
বিএনপির ইরফান বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। তবে নির্বাচন ঘিরে আমাদের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম চলছে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘সাংগঠনিকভাবে আমাদের শতভাগ প্রস্তুতি রয়েছে। সংগঠনকে সেভাবেই ঢেলে সাজানো হয়েছে। ক্ষমতাসীন দল কেরানীগঞ্জে সাংগঠনিকভাবে সব সময়ই আমাদের চাপে রাখার চেষ্টা করে, তবে এ নিয়ে আমরা ভীত নই। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকলে জয় আমাদেরই হবে, ইনশা আল্লাহ।’
ঢাকা-২ আসনে আগামী নির্বাচনে প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে ঘিরে প্রকাশ্যে দেখা দিয়েছে দ্বন্দ্ব-বিরোধ। আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নেমেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। দুই নেতার বিরোধের কারণে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের স্থানীয় কর্মী ও সমর্থকেরা।
অপরদিকে নির্বাচন ঘিরে নির্ভার বিএনপি। কেরানীগঞ্জের কলাতিয়া, তারানগর, শাক্তা, রোহিতপুর, বাস্তায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের। গত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও প্রার্থী হয়েছিলেন তাঁর ছেলে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী নির্বাচনে আমানউল্লাহ আমানই প্রার্থী হতে পারেন। তবে কোনো কারণে তিনি প্রার্থী না হতে পারলে মাঠে আবার দেখা যেতে পারে ইরফানকে।
এদিকে সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মাঠ গোছাতে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা জহিরুল ইসলামকে।
আসনটি কেরানীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন (হযরতপুর, কলাতিয়া, তারানগর, শাক্তা, রোহিতপুর, বাস্তা ও কালিন্দী), সাভার উপজেলার ৩টি ইউনিয়ন (আমিনবাজার, তেঁতুলঝোড়া ও ভাকুর্তা) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এ আসনের এমপি হন বিএনপির আবদুল মান্নান খান। ২০০৮ সালে এমপি হন আওয়ামী লীগের কামরুল ইসলাম। ২০১৪ ও ২০১৮ সালেও তাঁরই দখলে ছিল এ আসন।
নির্বাচন সামনে রেখে এলাকায় নিয়মিত সভা-সমাবেশ ও গণসংযোগ করছেন এমপি কামরুল। তিন মেয়াদে এমপি হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি দলের নীতিনির্ধারক ও প্রভাবশালী মন্ত্রীদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। মনোনয়ন দৌড়ে এগিয়ে তিনি। সমর্থকদের দাবি, এবারও কামরুলকে সবুজ সংকেত দিয়েছে হাইকমান্ড। যদিও এ দাবি মানতে নারাজ আওয়ামী লীগের আরেক মনোনয়নপ্রত্যাশী শাহীন আহমেদ। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনিও নির্বাচনী এলাকায় শক্ত অবস্থান গড়ে তুলেছেন।
গত নির্বাচনে ব্যাপক শোডাউন করে মনোনয়নপত্র কিনলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কামরুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান শাহীন। এবার তিনি ছাড় দিতে রাজি নন। তাঁর দাবি, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে এবার মনোনয়নের আশ্বাস দিয়েছেন। গত নির্বাচনে শেখ হাসিনার আশ্বাস পেয়েই তিনি কামরুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান। তাই তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী কথা রাখবেন। তিনিও চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। এলাকার ভোটারদের মধ্যে বেশ জনপ্রিয়তা রয়েছে তাঁর।
এদিকে কামরুল ও শাহীনের দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। কর্মী-সমর্থকেরা পৃথকভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পালন করছেন এবং আলাদাভাবে দুজনের ছবি দিয়ে পোস্টার ও ব্যানার টাঙানো হচ্ছে। শাহীন আহমেদের দাবি, সম্প্রতি তাঁর সমর্থকেরা সাভারের ভাকুর্তা এলাকায় ঈদ উপহার বিতরণ করতে গেলে আগের রাতে সেই অনুষ্ঠানের স্টেজে আগুন লাগিয়ে দিয়েছেন কামরুলের সমর্থকেরা।
স্থানীয় লোকজনের দাবি, টানা তিন মেয়াদে সংসদ সদস্য থাকার পরেও কেরানীগঞ্জে তেমন জনপ্রিয়তা গড়ে ওঠেনি কামরুলের। নির্বাচনী ভাবনা জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও তাঁকে মনোনয়ন দেবেন এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে দৃঢ় বিশ্বাসী। তবে দল থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হবে, তাঁর পক্ষে কাজ করবেন।
শাহীন আহমেদ বলেন, দলের প্রতি আনুগত্য দেখানোর কারণে বিএনপি জোট সরকারের আমলে তিনি এবং তাঁর পরিবার হামলা ও মামলার শিকার হয়েছেন। বিএনপি আমলে তাঁর বাড়িতে হামলা হয়েছে। এরপরও দলের দুঃসময়ে তিনি নেতা-কর্মীদের ছেড়ে যাননি। দল ক্ষমতায় আসার পর এলাকায় আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন।
বিএনপির ইরফান বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। তবে নির্বাচন ঘিরে আমাদের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম চলছে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘সাংগঠনিকভাবে আমাদের শতভাগ প্রস্তুতি রয়েছে। সংগঠনকে সেভাবেই ঢেলে সাজানো হয়েছে। ক্ষমতাসীন দল কেরানীগঞ্জে সাংগঠনিকভাবে সব সময়ই আমাদের চাপে রাখার চেষ্টা করে, তবে এ নিয়ে আমরা ভীত নই। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকলে জয় আমাদেরই হবে, ইনশা আল্লাহ।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে