Ajker Patrika

শিক্ষক সমিতির প্রতিনিধি নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫: ৩৮
শিক্ষক সমিতির প্রতিনিধি নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস আগামী ১৮ নভেম্বর। অন্যান্যবারের মতো এবারও এ উপলক্ষে নানা আয়োজনে রয়েছে। কর্মসূচি নির্ধারণ করতে ইতোমধ্যে একটি কমিটি ও কয়েকটি উপ-কমিটি গঠিত হয়েছে। মূল কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সব পর্ষদ থেকে প্রতিনিধি রাখা হলেও শিক্ষক সমিতি থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া বিশ্বিবদ্যালয়ের স্থায়ী শিক্ষক না হওয়া সত্ত্বেও একজন খণ্ডকালীন শিক্ষককে মূল কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা।

নাম প্রকাশ না করা শর্তে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘এটা শিক্ষকদের জন্য খুব বিব্রতকর একটা ঘটনা। প্রতি বছরই কমিটিতে শিক্ষক সমিতির প্রতিনিধি থাকেন। এবারই প্রথম কমিটিতে কাউকে রাখা হয়নি।’ সম্প্রতি দুই শিক্ষককে হেনস্তার প্রতিবাদে শিক্ষক সমিতি প্রশাসনের নির্লিপ্ততার বিষয়ে একটা বিবৃতি দিয়েছিল। এ কারণেই প্রশাসন সংক্ষুব্ধ হয়ে কমিটিতে শিক্ষক সমিতির কাউকে রাখেনি—এমন ধারণা করছেন তিনি।

এমন অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, সবাইকে নিয়েই এই আয়োজন হচ্ছে। এখানে কাউকে বাদ দেয়া হয়নি। শিক্ষক সমিতির প্রতিনিধি বিভিন্ন উপ-কমিটিতে রয়েছেন।

মূল কমিটিতে তাঁদের না রাখার কারণ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, ‘যাঁরা কমিটি করেছেন, তাঁদের বলে দিচ্ছি শিক্ষক সমিতির প্রতিনিধিকে যুক্ত করার জন্য।’

বিশ্ববদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারের নির্দেশনায় ‘বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন’ সংক্রান্ত কর্মসূচি নির্ধারণের জন্য একটি গঠন করা হয়। ১৪ সদস্যের এই কমিটিতে উপাচার্যকে আহ্বায়ক, সহ-উপাচার্যকে যুগ্ম আহ্বায়ক ও প্রক্টরকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া সিনেট, সিন্ডিকেট, ডিন, প্রভোস্ট, বিভাগীয় সভাপতিদের থেকে একজন করে, আইকিউএসির পরিচালক, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, আইসিটি সেলের পরিচালক, ছাত্র উপদেষ্টা ও গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালককে সদস্য করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘অতীতে যেভাবে কমিটিতে শিক্ষক সমিতির প্রতিনিধি থাকতো, এবার আমরা তা দেখছি না। এবারের কমিটিতে শিক্ষক সমিতির কোনো প্রতিনিধি নেই। আমরা বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মূল কমিটির সদস্যরা গত শুক্রবার রাতে অনলাইনে একটি বৈঠকে মিলিত হন। এতে কমিটির সদস্য না হয়েও নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক (খণ্ডকালীন) প্রদীপ ঘোষসহ আরও তিন শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়। পরে প্রচার, সাংস্কৃতিক, সাজ-সজ্জা, র‍্যালি, মঞ্চ, পরিবহণ, আপ্যায়নসহ কয়েকটি উপকমিটিও গঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত