শিশুদের সুরক্ষায় শিশুরা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ১৩: ০৮

কেউ স্কুলে পড়ছে, কেউবা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রেখেছে। আর এই শিশুরাই শিশুদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। বাল্যবিবাহ, শিশুশ্রম বন্ধে সৃষ্টি করছে জনসচেতনতা। এমনকি শিশুদের মেধা ও মননের বিকাশে আয়োজন করছে নানা সৃজনশীল প্রতিযোগিতার। আর এই প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন করছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ‘রাজধলা কেন্দ্রীয় শিশু ফোরাম’ নামের এ সংগঠন।

সংগঠনটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালে এই শিশু ফোরামের যাত্রা শুরু হয়। শুরুতে সদস্য সংখ্যা ছিল ২৫০ জন। ধীরে ধীরে বিস্তৃত হয় ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে। বর্তমানে সংগঠনটির উপজেলা কেন্দ্রীয় কমিটির ১১ ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়ন কমিটি ও ৮৪টি গ্রাম কমিটিতে সদস্য সংখ্যা প্রায় ৬ হাজার।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পূর্বধলা এপির তদারকি ও কারিগরি সহযোগিতায় সংগঠনটির সদস্যরা তাদের কার্যক্রম পরিচালনা করে। সদস্যরা প্রশাসনের সহযোগিতায় প্রতিবছর গড়ে ২০ থেকে ২৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করছেন। এ হিসাবে গত ১২ বছরে তারা প্রায় ৩০০টি বাল্যবিবাহ ঠেকাতে পেরেছেন।

সাধারণ সম্পাদক নূরতাজ জাহান নূহা, কোষাধ্যক্ষ জুনায়েদ আল নাবিল জানান, প্রতি ঈদে নিজেদের চাঁদায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন জামা ও শীতে বস্ত্র বিতরণ করে। শিশুশ্রম বন্ধে গ্রামে গ্রামে ক্যাম্পেইন, পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ অভিযান, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করে তারা। 
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে টিকা গ্রহণে সচেতনতা সৃষ্টিতে মাইকিং ও সুরক্ষাসামগ্রী বিতরণ করে। এ সময় শিশুদের মানসিক স্বাস্থ্যসুরক্ষায় অনলাইনে আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতার।

সংগঠনের বর্তমান সভাপতি মো. উজ্জল মিয়া জানায়, সে উচ্চমাধ্যমিকে পড়ে। বর্তমানে এসব কাজে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সবার সহযোগিতা পায়। তাদের কাজের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে উপজেলা পরিষদ তাকে উপজেলার ‘শ্রেষ্ঠ শিশু লিডার’ পুরস্কার দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, এই সংগঠনের সদস্যরা একেকজন খুদে সমাজকর্মী।  তাদের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট ঘটনার খবর সহজেই পাওয়া যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত