Ajker Patrika

মধ্যনগরে নৌকার মিছিলে হামলার অভিযোগ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২: ০৯
মধ্যনগরে নৌকার মিছিলে হামলার অভিযোগ

মধ্যনগর উপজেলায় নির্বাচনী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে মধ্যনগর ইউনিয়নের গলইখালি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে পঞ্চম ধাপের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রবীর বিজয় তালুকদার ওই ইউনিয়নের খালিসাকান্দা গ্রাম থেকে ট্রলারযোগে মধ্যনগর বাজারে মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় ট্রলার পাড়ে ভিড়ালে মুকসেদ তালুকদার তাঁর লোকজন নিয়ে নওয়াব আলীর মিছিলে যেতে বাধা দেন। এতে নওয়াব আলীর ছেলে রাসেল মিয়া প্রতিবাদ করলে মুকসেদ তালুকদার ও তাঁর লোকজন রালেসলকে বেধড়ক মারধর করেন। এতে রাসেল গুরুতর আহত হন।

প্রবীর বিজয় তালুকদার বলেন, ‘মুকসেদ তালুকদারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হবে।’

মুকসেদ তালুকদার এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুই মাস আগে আমার লোকজন গলইখালি এলাকায় একটি সেচ পাম্প বসান। এই এলাকায় নওয়াব আলী ও তাঁর ছেলে আরও একটি সেচ পাম্প বসানোকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। এর জেরে মঙ্গলবার দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আমি মধ্যনগর বাজারের অবস্থান করছিলাম। সংঘর্ষের খবরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।’ এ ঘটনার জেরে নওয়াব আলীর লোকজন মুকসেদের এক ভাগনের দোকান ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন তিনি।

মধ্যনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার বলেন, ‘মুকসেদ কর্তৃক নৌকার মিছিলে হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। মুকসেদ নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন।’

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব বলেন, ‘মিছিলে হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কি নিয়ে কে বা করা এমনটি করেছে তা স্পষ্ট জানা যায়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত