প্রভাতকুমার মুখোপাধ্যায়

সম্পাদকীয়
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৯: ৪০

রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের মধ্যবর্তী সময়ে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় গল্পকার ছিলেন প্রভাতকুমার মুখোপাধ্যায়। তাঁর জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমানের ধাত্রী গ্রামে, মাতুলালয়ে। তবে পৈতৃক নিবাস ছিল হুগলি জেলার গুরুপ গ্রামে। বাবার চাকরিসূত্রে তিনি বাংলাদেশের জামালপুর হাইস্কুল থেকে ১৮৮৮ সালে এন্ট্রান্স, ১৮৯১ সালে পাটনা কলেজ থেকে এফএ এবং ১৮৯৫ সালে বিএ পাস করেন। ১৯০১ সালে তিনি আইন পড়তে বিলেত যান এবং ব্যারিস্টারি পাস করে ১৯০৩ সালে দেশে ফিরে আসেন। এরপর আইন পেশায় নিযুক্ত হন। পরবর্তী সময়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন।

ছাত্রাবস্থায় তিনি লেখালেখি শুরু করেন। তিনি ‘শ্রীমতী রাধামণি দেবী’ ও ‘শ্রীজানোয়ারচন্দ্র শর্মা’ ছদ্মনামে লিখতেন। জগদিন্দ্রনাথ রায়ের সঙ্গে যৌথভাবে তিনি ‘মানসী ও মর্মবাণী’ পত্রিকা সম্পাদনা করেন। মূলত গল্পকার এবং কিছুটা ঔপন্যাসিক হিসেবেই বাংলা সাহিত্যে তাঁর পদচারণ। ‘ভারতী’, ‘দাসী’, ‘প্রদীপ’-এর মতো পত্রিকায় তাঁর লেখালেখির শুরু।

সাহিত্যিক হিসেবে তাঁর প্রতিষ্ঠিত হওয়ার পেছনে ‘ভারতী’ পত্রিকার একটা বড় ভূমিকা ছিল। এখানে নিয়মিত লিখতে লিখতেই তিনি পাঠকসমাজে জনপ্রিয়তা পেতে শুরু করেন। হয়ে ওঠেন পত্রিকার একজন বিশিষ্ট লেখক। ছোটগল্প লিখে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। সরল, অনাবিল ও লঘু ভঙ্গিতে গভীরতম জীবন বিশ্লেষণ তাঁর গল্পের বৈশিষ্ট্য। তিনি শতাধিক গল্প লিখেছেন। তাঁর প্রধান কয়েকটি গল্পগ্রন্থ হলো: নবকথা (১৮৯৯), ষোড়শী (১৯০৬), গল্পাঞ্জলি (১৯১৩), গল্পবীথি (১৯১৬), পত্রপুষ্প (১৯১৭) ও নূতন বউ (১৯২৯)। বিদেশি সাহিত্যেও তাঁর অসামান্য দখল ছিল। প্রমথ চৌধুরী তাঁকে ফরাসি সাহিত্যিক গি দ্য মপাসাঁর সঙ্গে তুলনা করে ‘বাংলা গল্পের মপাসাঁ’ বলেছিলেন।

প্রভাতকুমার মোট ১৪টি উপন্যাস রচনা করেছেন। তার মধ্যে ‘রত্নদীপ’ শ্রেষ্ঠ বলে বিবেচিত। এই উপন্যাস নিয়ে নাটক ও চলচ্চিত্রও জনপ্রিয় হয়েছিল।

১৯৩২ সালের ৫ এপ্রিল কলকাতায় এই সাহিত্যিকের মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত