Ajker Patrika

ভোজ্যতেল লিটারে ৩০ টাকা বেশিতে বিক্রি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৫: ২৩
ভোজ্যতেল লিটারে ৩০ টাকা বেশিতে বিক্রি

জয়পুরহাটের কালাইয়ে সরকার-নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে ৩০ টাকা বেশিতে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষ।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, মিলমালিক ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে তেলের বাজার সব সময় ঊর্ধ্বমুখী। পাইকারি বাজারে তেলের দাম বেশি ধরায় খুচরা বাজারে বেশি দামে তেল বিক্রি করতে হচ্ছে। আবার সরবরাহ নেই বোতলজাত তেলের। এতে চাপ পড়েছে খোলা সয়াবিন তেলের ওপর।

ক্রেতারা বলছেন, সরকারি দামে তেল শুধু পত্রিকা, টেলিভিশনে দেখি। কিন্তু বাস্তবে তেল কিনতে এলে হিসাব আর মেলে না।

গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরকার-নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে ৩০ টাকা বেশিতে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকা, প্রতি কেজি ১৮০ টাকা। পাম অয়েল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৫০ টাকা এবং কেজি ১৬৬ টাকা। সরবরাহ না থাকায় বোতলজাত তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৮০ টাকায়। সরিষার তেল প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

সরকার-নির্ধারিত ভোজ্যতেলের দাম থাকার কথা ছিল খোলা সয়াবিন প্রতি লিটার ১৩৬ টাকা, পাম অয়েল ১৩০ টাকা এবং বোতলজাত তেল প্রতি লিটার ১৬০ টাকা, সেখানে ৩০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে।

কালাই হাটে ভোজ্যতেল কিনতে আসা উপজেলার হাতিয়র গ্রামের নাজমুল হক বলেন, ‘রমজানের আগে সয়াবিন তেলে এক দিনে বাড়ল ৫ টাকা। আবার বেড়েছে ১০ টাকা। এভাবে যদি সব সময় জিনিসপত্রের দাম বাড়তে থাকে, তাহলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে।’

পুনট হাটে ভোজ্যতেলের ক্রেতা সাদ্দাম হোসেন বলেন, বাজার করতে এসে সব টাকা শেষ। সরকার-নির্ধারিত দামের চেয়ে ৩০ টাকা বেশিতে সয়াবিন কিনতে হচ্ছে।

উপজেলার মেসার্স নাবহান ট্রেডার্সের স্বত্বাধিকারী মশিউর রহমান রুবেল বলেন, পাইকারি বাজারে খুচরা দোকানিদের বেশি দামে ভোজ্যতেল কিনতে হচ্ছে, বিধায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘রমজান মাস উপলক্ষে বাজার তদারকি অব্যাহত রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি নেওয়া হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জয়পুরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, সাম্প্রতিক সময়ে জয়পুরহাটের মিলগুলো থেকে তেল সরবরাহ কম হওয়ায় ভোজ্যতেলে ঘাটতি দেখা যাচ্ছে। কিন্তু এ জন্য তেলের দাম বেশি রাখার কোনো সুযোগ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত