Ajker Patrika

জনগণ ভোটাধিকার ফিরে পাবেন

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২২, ১০: ২৬
জনগণ ভোটাধিকার ফিরে পাবেন

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হবে। জনগণ ভোটাধিকার ফিরে পাবে। যত বাধাই আসুক, তা প্রতিহত করব হবে বলে জানিয়েছেন সভায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। গতকাল শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘ইভিএমে ভোটের বিষয় নিয়ে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে বসা হবে। আর অনেকে বলেন, এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় চলে যায়। এ ধরনের ভ্রান্ত ধারণা মানুষের মধ্য হতে দূর করতে হবে। আমাদের ইভিএম মেশিনের মত সেরা মেশিন পৃথিবীর কোথাও নেই। রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ আছেন, তাঁদের এ মেশিন দেখানো হবে। তাঁদের হাতে ছেড়ে দেওয়া হবে, কোথায় ভুল আছে দেখাক? ইভিএমে ভুল বের করতে পারলে প্রধান নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।’

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আরও বলেন, ‘জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো কাজ করা যাবে না। ব্যাংকে হিসাব খোলা, জমি দলিল, মোবাইলের সিম ক্রয়, পাসপোর্টসহ অনেক কাজে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র লাগে। এ জন্য ভোটার তালিকা হালনাগাদকে গুরুত্ব দিতে হবে। যারা ভোটার হালনাগাদের তথ্য কম্পিউটারে এন্ট্রি দেবেন, তাঁরা খুব সতর্কতার সঙ্গে মানুষের নাম ঠিকানা লিখবেন। যাতে ভুল তথ্য না আসে।

মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঝোটন চন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত