আজকের পত্রিকা ডেস্ক
প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণের মধ্য দিয়ে গতকাল রোববার বই উৎসব উদ্যাপন করা হয়। তবে এ বছর উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: দুপুরে সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান। উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার আলম, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম প্রমুখ।
সখীপুর: বেলা ১১টার দিকে শহরের পিএম পাইলট গভ. স্কুল অ্যান্ড কলেজ মাঠে বই উৎসবে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম। উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অধ্যাপক আলীম মাহমুদ প্রমুখ।
ভূঞাপুর: সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের শুরু করেন সংসদ সদস্য ছোট মনির। সভাপতিত্ব করেন মো. শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, সংসদ সদস্যের সহধর্মিণী ঐশী খান, ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানী প্রমুখ।
নাগরপুর: সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর প্রমুখ।
জামালপুর: দুপুরে শহরের জামালপুর সিংহজানী বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সংসদ সদস্য মির্জা আজম। এ ছাড়া সরকারি বালিকা বিদ্যালয়, জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মুনিরা মোস্তারি ইভা, মুন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন শান্ত।
শেরপুর: সকাল ১০টার দিকে শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুল হক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ,প্রমুখ। সঞ্চালনা করেন শিক্ষক আবু তারেক।
শ্রীবরদী: সকালে শ্রীবরদী এমএনবিপি সরকারি বলিকা উচ্চবিদ্যালয়, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউট ও শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এলাহী আখন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোতালেব হোসেন, প্রধান শিক্ষক মো. মোকছেদুর রহমান, আব্দুর রউফ, হাবিবুর রহমান প্রমুখ।
প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণের মধ্য দিয়ে গতকাল রোববার বই উৎসব উদ্যাপন করা হয়। তবে এ বছর উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: দুপুরে সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান। উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার আলম, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম প্রমুখ।
সখীপুর: বেলা ১১টার দিকে শহরের পিএম পাইলট গভ. স্কুল অ্যান্ড কলেজ মাঠে বই উৎসবে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম। উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অধ্যাপক আলীম মাহমুদ প্রমুখ।
ভূঞাপুর: সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের শুরু করেন সংসদ সদস্য ছোট মনির। সভাপতিত্ব করেন মো. শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, সংসদ সদস্যের সহধর্মিণী ঐশী খান, ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানী প্রমুখ।
নাগরপুর: সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর প্রমুখ।
জামালপুর: দুপুরে শহরের জামালপুর সিংহজানী বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সংসদ সদস্য মির্জা আজম। এ ছাড়া সরকারি বালিকা বিদ্যালয়, জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মুনিরা মোস্তারি ইভা, মুন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন শান্ত।
শেরপুর: সকাল ১০টার দিকে শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুল হক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ,প্রমুখ। সঞ্চালনা করেন শিক্ষক আবু তারেক।
শ্রীবরদী: সকালে শ্রীবরদী এমএনবিপি সরকারি বলিকা উচ্চবিদ্যালয়, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউট ও শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এলাহী আখন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোতালেব হোসেন, প্রধান শিক্ষক মো. মোকছেদুর রহমান, আব্দুর রউফ, হাবিবুর রহমান প্রমুখ।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪