ভোটের মাঠ জমজমাট

সিদ্ধিরগঞ্জ ও বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০৭: ২৭
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৯: ৫০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে ভোটের মাঠ। এবারের নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী থাকলেও আলোচনায় রয়েছেন দুজন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গত দুইবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বিএনপি দলীয় প্রার্থী না দিলেও স্বতন্ত্র হিসেবে মেয়র পদে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক তৈমূর আলম খন্দকার। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রত্যেক প্রার্থীই ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। জনগণকেও এলাকার উন্নয়নের জন্য দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।

সরেজমিন দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে পাড়া-মহল্লার অলিগলি ও চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় গণসংযোগ করেন সেলিনা হায়াৎ আইভী। গণসংযোগের সময় কোথাও কোথাও নারী ভোটাররা ফুলের পাপড়ি ছিটিয়ে তাঁকে স্বাগত জানাতে দেখা যায়। এ সময় অনেকেই তাঁকে ফুলের তৈরি নৌকা উপহার দেন। এলাকা ঘুরে বেড়ানোর সময় আইভী ও নৌকা প্রতীকের পক্ষে নানা স্লোগান দেওয়া হয়। স্লোগান উঠে ‘আইভী আপার মার্কা, নৌকা, নৌকা।’

এ সময় আইভী সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো দিনও শহরে সন্ত্রাস করিনি। আমি চাঁদাবাজি করিনি, মানুষের ক্ষতি করিনি। আমি যা করেছি, মানুষের কল্যাণে করেছি। নগরবাসীর কল্যাণে করেছি।’

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি ইমানের সঙ্গে সিটি করপোরেশন চালানোর চেষ্টা করেছি। মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমার সঙ্গে জনগণের সম্পর্ক পুরোনো।’

অন্যদিকে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন তৈমূর আলম খন্দকার। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জকে আমরা ক্লিন অ্যান্ড গ্রিন সিটি করতে চাই। শহরের প্রতিটি খালি স্থানে গাছ রোপণ করা হবে। ছাদবাগান যারা করবে তাদের হোল্ডিং ট্যাক্স কমিয়ে উৎসাহিত করা হবে। ট্যাক্স নিয়ে আমি নাকি মিথ্যাচার করেছি! আমি বলতে চাই ডকুমেন্ট ছাড়া আমি কিছু বলি না। করোনাকালে সবকিছু কমলেও ট্যাক্স বেড়েছে।’

তিনি সাউন্ড সিস্টেম ব্যবহারের বিষয়টি নির্বাচন কমিশনকে দেখার আহ্বান জানিয়ে বলেন, ‘সাউন্ড সিস্টেম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা নির্বাচন কমিশনের দেখার কথা। নির্বাচন কমিশনকে বোবা এবং অন্ধ হলে চলবে না। তাদের চোখ কান খোলা রেখে নির্বাচন পরিচালনা করতে হবে।’

এদিকে তৈমূর ও বিএনপির নেতা-কর্মীরা ছাড়াও তাঁর স্ত্রী হালিমা ফারজানা ও কন্যা মার ইয়াম খন্দকার প্রচারণা চালান। শহরের ১১ এবং ১২ নম্বর ওয়ার্ডে অর্ধশত নারীদের সঙ্গে নিয়ে হাতি মার্কার পক্ষে গণসংযোগ করেন তাঁরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত