Ajker Patrika

দাবি পূরণ না হলে ১ জানুয়ারি কর্মবিরতি

হিলি স্থলবন্দর প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৯
দাবি পূরণ না হলে  ১ জানুয়ারি কর্মবিরতি

আমদানি-রপ্তানির ক্ষেত্রে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ না নেওয়ায় কলম বিরতির আল্টিমেটাম দিয়েছে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্যাগুলোর সমাধান করার আহ্বান জানানো হয়েছে। তা না হলে ১ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যাবেন ব্যবসায়ীরা। চিঠি দিয়ে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালককে বিষয়টি জানিয়েছে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

চিঠিতে উল্লিখিত ৯ দফা হলো বন্দরের ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা, ওয়ে ব্রিজে ওজন সঠিক করা, নাইট চার্জ নিয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া, আমদানি পণ্যের জন্য আলাদা স্থান ঠিক করা, মালামাল চুরির বিষয়ে যথাযথ পদক্ষেপ, ভারতীয় খালি ট্রাকের স্থান ঠিক করা, ওয়্যারহাউসের শেড নির্মাণ, ওপেন ইয়ার্ডে শেড নির্মাণ (পণ্য রক্ষণাবেক্ষণ), যানজট নিরসনে কর্মপরিকল্পনা গ্রহণ।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্যে ৯টি সমস্যা চিহ্নিত করে ব্যবসায়ী নেতারা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন।

সভায় বিষয়গুলো সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে উল্লিখিত সমস্যাগুলো সমাধান করতে হবে। না হলে আগামী ১ জানুয়ারি থেকে কলম বিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বরের মাসিক সভায় আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি দিয়ে বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত