বিশ্বে সংক্রমণে নতুন রেকর্ড

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০৬: ৪৩
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৯: ৫২

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ফলে গত বৃহস্পতিবার সারা বিশ্বে সংক্রমণে রেকর্ড হলো। পরিসংখ্যানভিত্তিক সাইট ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বে এক দিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ লাখ ৮০ হাজার ২৮১ জন। এ পর্যন্ত এক দিনে শনাক্তে এটিই রেকর্ড। এর আগের রেকর্ড ছিল ৯ লাখ ৪ হাজার ৯১। সম্প্রতি এক দিনে রেকর্ড করোনা সংক্রমণ দেখা গেছে যুক্তরাজ্যে। গতকাল শুক্রবার এক লাখ শনাক্তের সে রেকর্ড ছাড়িয়ে গেছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার।

মহামারি করোনাভাইরাসের কারণে গত বছর বড়দিন আর নতুন বছরের উৎসবে মন ভরে আনন্দ করা হয়নি। চলতি বছরের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। ফলে এবার স্বাভাবিকে ফিরে যাওয়ার জোর প্রস্তুতি চলছিল। কিন্তু অতি সংক্রামক ওমিক্রন শনাক্তের পর সেই আশার জোয়ারে ভাটা পড়ে। বিধিনিষেধের মধ্যে থেকেই এবারও পালন করতে হচ্ছে বড়দিনের উৎসব। নিয়ম মেনে কাটাতে হচ্ছে ছুটি।

দেশে দেশে ফিরেছে লকডাউনসহ করোনার বিধিনিষেধ। নেদারল্যান্ডসে চলছে কঠোর লকডাউন। আংশিক লকডাউনের পথে হেঁটেছে জার্মানি ও আয়ারল্যান্ডসহ ইউরোপের অনেক দেশ। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ফেরানো হয়েছে কোয়ারেন্টিন নিয়ম। সীমান্ত খুলে দেওয়ার সময় পিছিয়েছে নিউজিল্যান্ড। এমনকি চীনের ১ লাখ ৩০ হাজার বাসিন্দার একটি শহরও প্রবেশ করেছে লকডাউনে। দায়িত্বে অবহেলার কারণে কমিউনিস্ট পার্টির ২৬ কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে, সংক্রমণ রুখতে সব ধরনের উৎসব নিষিদ্ধ করেছে ইতালি। গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জো জানান, বাইরে বের হলেই গাড়ি, থিয়েটার, সিনেমা হল এবং খেলার মাঠের গ্যালারিতে মুখে রাখতে হবে মাস্ক। কনসার্টসহ খোলা মাঠের সব উৎসব ৩১ জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ। এক দিনে দেশটিতে ৪৪ হাজার ৫৯৫ জনের দেহে করোনা শনাক্তের পর এ সিদ্ধান্ত আসে। দেশটির ৮৯ শতাংশ নাগরিক টিকা নিলেও করোনা নিয়ন্ত্রণে আসছে না।

বুস্টার ডোজ না থাকলে প্রবেশ বন্ধ করে দিয়েছে ইউরোপের আরেক দেশ চেক প্রজাতন্ত্র। দেখাতে হবে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ। আগামী ২৭ ডিসেম্বর থেকে এ নিয়ম কার্যকর হবে। নতুন বছরের উৎসবের জন্য পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা প্রাগ শহর। তবে এখানে একত্রে ৫০ জনের বেশি না থাকার নিয়ম করা হয়েছে।

করোনার পরীক্ষা আরও সহজ করতে এবং ওমিক্রন ধরন রুখতে নতুন নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু বড়দিন এবং নতুন বছরের উৎসবে সংক্রমণ কমাতে কঠোর বিধিনিষেধের সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন দেশটির একদল বিজ্ঞানী। তাঁদের মতে, বাইডেনের সিদ্ধান্ত সংক্রমণ কমাতে পারবে না।

দেড় হাজার ফ্লাইট বাতিল

সারা বিশ্বে ছুটিতে বুকিং দেওয়া প্রায় ১ হাজার ৬০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার ওমিক্রনের সংক্রমণ রুখতে এগুলো বাতিল করা হয়েছে বলে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়। এর মধ্যে ২০০ ফ্লাইট যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এবং ডেলটা এয়ারলাইনসের। মেলবোর্ন ও সিডনিতে বাতিল হয়েছে দেড় শ ফ্লাইট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত