উড়োজাহাজের ওঠানামা ঝুঁকিতে ফেলছে প্রিয়াংকা হাউজিংয়ের ৬ ভবন

মনজুরুল ইসলাম, ঢাকা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামার জন্য বড় একটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে রানওয়ের অ্যাপ্রোচে থাকা বহুতল ছয়টি ভবন। বিমানবন্দরের রানওয়ে-১৪ অ্যাপ্রোচ ফানেলের পাশে (উত্তরাসংলগ্ন) অবস্থিত এ ভবনগুলো প্রিয়াংকা হাউজিং সিটির। 

আবাসন প্রতিষ্ঠানটি এসব ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় অবৈধভাবে গড়ে ওঠা এসব ভবনের অনুমোদনহীন অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

সম্প্রতি বেবিচকের পরিদর্শনে প্রিয়াংকা হাউজিং সিটির ৬টি বহুতল ভবন চিহ্নিত করা হয়েছে, যেগুলো অনুমোদনের চেয়ে দ্বিগুণ উচ্চতায় নির্মাণ করা হয়েছে। ভবনগুলোর মধ্যে ১ নম্বর রোডের ২৬ নম্বর প্লটে ৩৫ ফুটের (তিনতলা) অনুমোদন নিয়ে ৮০ ফুট (সাততলা), ৯ নম্বর প্লটে ৩৬ ফুটের (তিনতলা) অনুমোদন নিয়ে ৮০ ফুট (সাততলা), ১৩ নম্বর প্লটে ৪৬ ফুটের (চারতলা) অনুমোদন নিয়ে ৯০ ফুট (আটতলা), ১৩ নম্বর প্লটে ৪৪ ফুটের অনুমোদন নিয়ে ৯০ ফুট, ৩৬ নম্বর প্লটে মাত্র ৫৬ ফুটের (পাঁচতলা) অনুমোদন নিয়ে ৯০ ফুট (আটতলা) উচ্চতায় ভবন নির্মাণ করছে প্রিয়াংকা হাউজিং। এ ছাড়াও ৩ নম্বর রোডের ৫১ নম্বর প্লটে ৭৩ ফুটের (ছয়তলার) অনুমোদন নিয়ে ১১০ ফুট (দশতলা) ভবন নির্মাণ করা হয়েছে।  এর মধ্যে ৩০ নম্বর প্লটের ভবন নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। 

প্রিয়াংকা হাউজিং সিটিতে অনুমোদনের চেয়ে প্রায় দ্বিগুণ উচ্চতায় নির্মাণ করা ভবনগুলোর বিষয়টি অবহিত করে গত মাসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবীর ভূঁইয়া। 
চিঠিতে বলা হয়, উত্তরায় প্রিয়াংকা সিটি হাউজিংয়ের ১ নম্বর রোডের প্লট নম্বর ৯, ১৩, ২৬, ৩০ ও ৩৬ এবং রোড নম্বর ৩-এর ৫১ নম্বর প্লটগুলো ওএলএসের (অবস্ট্যাকল লিমিটেশন সার্ফেস) অনুসারী প্রাপ্য উচ্চতার চেয়ে বেশি করা হয়েছে। উল্লেখ্য, ওএলএস বলতে মূলত উড়োজাহাজের উড্ডয়ন-অবতরণের আশপাশের স্থাপনা-সংক্রান্ত নির্দেশনাকে বোঝায়। 

এদিকে প্রিয়াংকা হাউজিং সিটিতে অনুমোদনের চেয়ে প্রায় দ্বিগুণ উচ্চতার ভবনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেবিচকের পরিচালককেও (সিএনএস) নির্দেশনা দিয়েছেন বেবিচক চেয়ারম্যান। নির্দেশনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে নিয়মবহির্ভূত ভবনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। 

এ প্রসঙ্গে বেবিচকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে এরই মধ্যে ভবনগুলোর অবৈধ অংশ ভেঙে ফেলতে বলা হয়েছে। এরপরও তাঁরা যদি কোনো উদ্যোগ না নেয়, তবে পরবর্তী সময়ে বিকল্প ব্যবস্থায় ভবন অপসারণ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত