স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে বিএনপির হট্টগোল

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২১, ০৭: ৩৭
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১০: ৪০

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় তাঁদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে।

স্মৃতিসৌধে বিএনপি নেতা-কর্মীরা ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘খালেদা জিয়ার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় নিজেদের মধ্যে ধাক্কাধাক্কির শুরু করেন বিএনপির নেতা–কর্মীরা। তাঁরা সেখানে হট্টগোলও শুরু করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা জেলা বিএনপির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় সহস্রাধিক নেতা–কর্মীর চাপে এ পরিস্থিতি সৃষ্টি হয়।

নেতা-কর্মীদের চাপে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পুষ্প বেদির ওপরে হুমড়ি খেয়ে পড়তে দেখা যায়। তার পাশে দাঁড়িয়ে থাকা এক নারী নেত্রীও এই প্রচণ্ড চাপের মধ্যে পড়েন। পুলিশ সদস্যরা তাদের সরে যেতে হুইসেল বাজালেও উল্টো করতালি দিয়ে আরও জোরে স্লোগান দিতে থাকেন বিএনপি নেতা-কর্মীরা।

এ সময় সেখানে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভীকে ধাক্কাধাক্কির শিকার হন। সাংবাদিকেরাও তথ্য সংগ্রহ করার সময় তাঁদের ধাক্কাধাক্কির মধ্যে পড়েন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত