Ajker Patrika

টিকার আওতায় ৭০ শতাংশ মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১১: ৫৩
টিকার আওতায়  ৭০ শতাংশ মানুষ

টাঙ্গাইলে শুরুর দিকে সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাসের টিকা নিতে অনাগ্রহ দেখা গেলেও বর্তমানে আগ্রহ বেড়েছে। ফলে টিকা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য স্থানীয় বিভাগ।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় মোট জনসংখ্যার ৭০ দশমিক ৮ শতাংশ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট জনসংখ্যা রয়েছে ৪২ লাখ ৬৩ হাজার ৩৫৯ জন। এখন পর্যন্ত জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩০ লাখ ১৭ হাজার ৯৬৮ জনকে। শতকরা হিসেবে ৭০ দশমিক ৮ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২২ লাখ ৯১ হাজার ৭৮৩ জনকে। শতকরা হিসেবে ৫৩ দশমিক ৮ ভাগ। অপরদিকে ১ লাখ ২৩ হাজার ৫৫১ জনকে বুস্টারডোজ দেওয়া হয়েছে।

জানা গেছে জেলায় চার ধরনের টিকা দেওয়া হয়েছে। সেগুলো হলো সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং কোভিশিল্ড। প্রতিদিন সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘আমরা শতভাগ মানুষকে টিকার আওতায় আনার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত ৭০ শতাংশ মানুষকে ইতিমধ্যে প্রথম ডোজের আওতায় আনা হয়েছে। এখন আমরা দ্বিতীয় ডোজের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করে যাচ্ছি। আশা করি দ্রুত সম্ভব হবে তা।’

এই কর্মকর্তা আরও বলেন, সবাই টিকা নিলে করোনার সংক্রমণ একেবারেই কমে আসবে। যারা এখনো টিকা নেননি তাঁদের টিকা নেওয়ার আহ্বান জানান। মানুষের অংশ গ্রহণ এবং সকলের সহযোগীয় সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম চলছে। এ ছাড়া যারা গণ টিকার প্রথম ডোজ নিয়েছেন তাঁদের সবাইকে দ্বিতীয় ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে গত চব্বিশ ঘণ্টায় ৪৮টি নমুনা পরীক্ষা করে একজনের জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৫৮ জন। তবে এ সময় নতুন করে করোনায় মারা যাননি কেউ। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৮ জন। গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আরও জানা গেছে, টাঙ্গাইল সদরে মোট জনসংখ্যা ৬ লাখ ২০ হাজার ৩০ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪ লাখ ৮২ হাজার ১৫৬ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৬৯৯ জন। বাসাইলে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৫৩৮ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৮৩ জন। ভূঞাপুরে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৬ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৬ হাজার ২৫ জন। দেলদুয়ারে প্রথম ডোজ পেয়েছে ১ লাখ ৬০ হাজার ১৯১ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৪৯ জন। ধনবাড়ীতে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬৯ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ২১ হাজার ১৪ জনকে। ঘাটাইলে প্রথম ডোজ পেয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ৫৮৯ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৪ জন। গোপালপুরে প্রথম ডোজ পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত