Ajker Patrika

কাঠালিয়ায় ইউএনও পরিচয়ে প্রতারণা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭: ২২
কাঠালিয়ায় ইউএনও পরিচয়ে প্রতারণা

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদারের পরিচয়ে মোবাইলে ল্যাপটপ দেওয়ার কথা বলে তিন শিক্ষকের কাছ থেকে ২৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে গত রোববার ভুক্তভোগী তোতা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ দেবনাথ কাঠালিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

বিলছোনাউটা তোতা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ দেবনাথ জানান, গত শনিবার পার্শ্ববর্তী বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাই পান্নার মোবাইলে ফোন করে আমাকে চাওয়া হয়। পরে অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে কথা বলি।

এসময় তিনি জানান, ‘আমি ইউএনও বলছি। উপজেলা শিক্ষা অফিস থেকে পাওয়া ল্যাপটপ আপনার স্কুলে দেওয়া হবে। ল্যাপটপ প্রতি আট হাজার টাকা আজকেই পাঠাতে হবে’। পরে কথিত ইউএনও এর নির্দেশনা অনুযায়ী নগদে ৮ হাজার টাকা পাঠাই।

এ ছাড়া একই বিদ্যালয়ের অন্য দুই সহকারী শিক্ষক কমল দে ও নজরুল ইসলাম হাওলাদার ওই নম্বরে ল্যাপটপের জন্য টাকা পাঠান। কিছুক্ষণ পর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

ইউএনও সুফল চন্দ্র গোলদার জানান, তিনি পলাশ দেবনাথের কাছে ফোন করেননি। শিক্ষকেরা প্রতারণার শিকার হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত