যে কারণে লড়ছি, সেটাই আমাদের সফলতা

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৯: ২১
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৯: ২৭

লেবাননে ১৯৮২ সালের ৬ জুন হামলা শুরু করে ইসরায়েল। তখন লেবাননে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সদর দপ্তরে গার্ডিয়ানের সাংবাদিক ডেভিড হার্টসকে সাক্ষাৎকার দিয়েছিলেন ফিলিস্তিনের প্রয়াত স্বাধীনতাকামী নেতা ইয়াসির আরাফাত। জার্নাল অব প্যালেস্টাইন স্টাডিজও সাক্ষাৎকারটি ছেপেছিল।

ডেভিড হার্টস: আপনি কী ভাবছেন, যুদ্ধ শেষ?

ইয়াসির আরাফাত: না। এই যুদ্ধ আবার শুরু হবে। তারা (ইসরায়েল) অব্যাহতভাবে হুমকি দিচ্ছে এবং সশস্ত্র ব্রিগেডকে থামাচ্ছে না। এই বাহিনীকে তারা ফেরত নিচ্ছে না।
হার্টস: ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে ইসরায়েল কেমন আচরণ করছে? 

আরাফাত: আপনার এটুকুই জানা যথেষ্ট, তারা জালে মাছ ধরার মতো করে আমাদের শিক্ষার্থীদের জড়ো করছিল এবং হেলিকপ্টারে করে তিন শহরে নিয়ে গেছে। এই দৃশ্য কখনো ভুলব না। 
হার্টস: আপনার বেঁচে থাকা এক ধরনের সাফল্য কি না। 
আরাফাত: আমরা যে কারণে লড়ে যাচ্ছি, সেটাই আমাদের সফলতা। ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা কথা বলি না। 
হার্টস: আপনাদের কার্যক্রম কোথা থেকে চলছে?

আরাফাত: আপনি জানেন, কার্যক্রম এখান থেকে চলছে না। এখানে একটি অংশ রয়েছে। 
হার্টস: শ্যারন বলেছেন, বৈরুতে আপনাদের অবকাঠামো ধ্বংসের মুখে।
আরাফাত: ঠিক আছে। আমরা তাঁর এবং তাঁর আমেরিকান দোসরদের শক্তি দেখতে এখানে অপেক্ষা করছি। 
হার্টস: শ্যারন কি হেরে গেছেন? 

আরাফাত: এখন পর্যন্ত না। এ নিয়ে আমাদের খোলামেলা কথা বলতে হবে। আমি সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। 
হার্টস: যদি তারা বৈরুত দখল করে...
আরাফাত: আপনি কি বলতে চাচ্ছেন, তারা বৈরুত ধ্বংস করবে। 
হার্টস: আপনি কি এখনো আপনার সংগ্রামের ইতিবাচক ফলাফল পাওয়ার ব্যাপারে আশাবাদী? 
আরাফাত: হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। এটাই বাস্তব এবং নয়া বিপ্লব। 
হার্টস: ফিলিস্তিনিদের বিপ্লব? 

আরাফাত: না। বৈরুত, লেবাননের নাগরিক ও ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের বিপ্লব। মিরাকল কেবল ঘটতে শুরু করেছে। স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। আপনি এটা স্পর্শ করতে পারবেন না। তবে আমি এটি আমার হৃদয়, মন দিয়ে অনুভব করতে পারি। 
হার্টস: স্ফুলিঙ্গের কথা বলছেন, সেটা কিসের? 
আরাফাত: এই স্ফুলিঙ্গ আরব অঞ্চলের কৌশলগত বাঁকবদলের। 
হার্টস: আপনি বোঝাতে যাচ্ছেন, আরবের লোকজন শেষমেশ কিছু একটা করতে যাচ্ছে? 
আরাফাত: হ্যাঁ। অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে। 
হার্টস: কে প্রতিশোধ নেবে? 

আরাফাত: এই যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের স্বার্থ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। লেবানন ও ফিলিস্তিনের নাগরিকদের বিরুদ্ধে যে গণহত্যা চালানো হচ্ছে, আরব দেশগুলোর কেউ এটা মেনে নেবে না।
হার্টস: আপনি মনে করেন, আপনি খুব সফল। 
আরাফাত: না। বলব না যে আমি খুব সফল। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত