Ajker Patrika

শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৫: ৪৬
শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

গাইবান্ধার পলাশবাড়ী দিঘলকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (নিম্ন মাধ্যমিক) শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। প্রাথমিক থেকে নিম্নমাধ্যমিকে উন্নীত করার নয় বছর পেরিয়ে গেলেও শিক্ষক কাঠামো চালু রয়েছে প্রাথমিকের নিয়মে। ১৫ জন শিক্ষকের স্থলে শিক্ষক রয়েছেন মাত্র নয়জন। এ ছাড়া ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে রয়েছে অবকাঠামোগত সমস্যা।

গতকাল রোববার বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফিরোজ কবির আকন্দ, উপজেলা শিক্ষক ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর শ্যাম সুন্দর মিত্র, সহকারী ইনস্ট্রাক্টর মো. রাসেল, আসাদুজ্জামান দোলন ও অহেদুজ্জামান প্রমুখ।

প্রধান শিক্ষক সাকিদুল ইসলাম জানান, ১৯৩৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৩৫৮ জন। বিদ্যালয়টি অবকাঠামোগত অবস্থা জরাজীর্ণ। ২০১৩ সালে বিদ্যালয়টি নিম্নমাধ্যমিকে ৮ম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হলেও শিক্ষক কাঠামো প্রাথমিক বিদ্যালয়ের নিয়মেই রয়েছে। মাধ্যমিকসহ প্রাথমিক পর্যায়ে ১৫ জন শিক্ষক থাকার কথা থাকলেও নয়জন শিক্ষক দিয়ে ক্লাস চালছে। মাধ্যমিক শাখায় সরকারের পরিপত্র অনুযায়ী তিনজন বিএড শিক্ষকসহ আরও শিক্ষক থাকার কথা থাকলেও তা নেই।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী আজকের পত্রিকাকে জানান, বিদ্যালয়টিতে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হলেও শিক্ষক সংকট থাকায় শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়টিতে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ