Ajker Patrika

নানা কর্মসূচিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫: ৫৮
নানা কর্মসূচিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ‘মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা’ এ প্রতিপাদ্যে সারা দেশের মত খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতেও দিবসটি পালন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়িতে আলোচনা সভা ও অনুদান বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। গতকাল দুপুরে জেলা শহরের অফিসার্স ক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার সমাজের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের সকল নাগরিককে এগিয়ে নিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি তা বাস্তবায়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

কাপ্তাই: কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ৯ জনকে ২ লাখ ৫৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে দুস্থ ১০ জন রোগীর মধ্যে পুষ্টি বক্স বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক।

রাজস্থলী: রাঙামাটির রাজস্থলী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে আলোচনা সভা হয়।

একই সঙ্গে অসহায় রোগীদের মধ্যে পুষ্টি বক্স বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত