পাবনা ও উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
পাবনা সদরে এবার নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন এক কলেজছাত্র। গতকাল সোমবার সন্ধ্যায় চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বাজারে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষের সময় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
নিহত কলেজছাত্রের নাম নাসিম হোসেন (১৬)। সে চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের নায়েব আলীর ছেলে। পড়ত হাজি জসিম উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে।
এর আগে গত শনিবার পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে গোলাগুলিতে নিহত হন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম। আহত হন আরও অন্তত ১৪ জন। এ ঘটনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানকে প্রধান আসামি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে নৌকা প্রতীকের প্রার্থী রবিউল হক টুটুলের সমর্থকেরা নির্বাচনী প্রচারণায় বের হন। এ সময় স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান খানের সমর্থকেরাও প্রচারণা চালাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে তারাবাড়িয়া বাজারে উভয় পক্ষ মুখোমুখি হলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়ে যায়। এ সময় গুলাগুলির ঘটনাও ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময়ে বাজার করতে আসা কলেজছাত্র নাসিম মোবাইলে ভিডিও করছিল। তখন পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চরতারাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী রবিউল হক টুটুল, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে। পরে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
কুড়িগ্রামে হামলায় আহত ৫
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে কাজ না করায় বিদ্রোহী প্রার্থীর পাঁচ সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা উলিপুর-রাজারহাট সড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।
গতকাল দুপুরে উত্তর দলদলিয়া ক্ষত্রিয়পাড়া এলাকায় বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান মুন্সির লোকজনের ওপর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলীর লোকজন হামলা চালায় বলে অভিযোগ। তবে নৌকা প্রতীকের প্রার্থী এ অভিযোগ অস্বীকার করেছে।
পাবনা সদরে এবার নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন এক কলেজছাত্র। গতকাল সোমবার সন্ধ্যায় চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বাজারে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষের সময় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
নিহত কলেজছাত্রের নাম নাসিম হোসেন (১৬)। সে চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের নায়েব আলীর ছেলে। পড়ত হাজি জসিম উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে।
এর আগে গত শনিবার পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে গোলাগুলিতে নিহত হন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম। আহত হন আরও অন্তত ১৪ জন। এ ঘটনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানকে প্রধান আসামি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে নৌকা প্রতীকের প্রার্থী রবিউল হক টুটুলের সমর্থকেরা নির্বাচনী প্রচারণায় বের হন। এ সময় স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান খানের সমর্থকেরাও প্রচারণা চালাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে তারাবাড়িয়া বাজারে উভয় পক্ষ মুখোমুখি হলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়ে যায়। এ সময় গুলাগুলির ঘটনাও ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময়ে বাজার করতে আসা কলেজছাত্র নাসিম মোবাইলে ভিডিও করছিল। তখন পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চরতারাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী রবিউল হক টুটুল, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে। পরে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
কুড়িগ্রামে হামলায় আহত ৫
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে কাজ না করায় বিদ্রোহী প্রার্থীর পাঁচ সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা উলিপুর-রাজারহাট সড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।
গতকাল দুপুরে উত্তর দলদলিয়া ক্ষত্রিয়পাড়া এলাকায় বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান মুন্সির লোকজনের ওপর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলীর লোকজন হামলা চালায় বলে অভিযোগ। তবে নৌকা প্রতীকের প্রার্থী এ অভিযোগ অস্বীকার করেছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে