Ajker Patrika

পোশাক কর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৬
পোশাক কর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ময়মনসিংহে পোশাক কর্মীকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব ১৪। শুক্রবার দুপুরে র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার আখের মোহাম্মদ জয়।

আটককৃত আবু তালেব ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের বিলখেরুয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

কোম্পানি কমান্ডার আখের মোহাম্মদ জয় বলেন, দুই থেকে তিন মাস আগে মেয়েটির সঙ্গে মোবাইল ফোনে আটককৃত আবু তালেবের পরিচয় হয়। এরই সূত্রধরে গত ১৪ নভেম্বর গাজীপুর থেকে ওই কর্মীকে তাঁর গ্রামের বাড়ি নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে তালেব। এরপর থেকে নিয়মিত ধর্ষণ করে আসছিল।

আখের মোহাম্মদ জয় আরও বলেন, এভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক নারীকে আবু তালেব ধর্ষণ করেছে।

বিষয়টি র‍্যাবের নজরে আসায় গত বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুর জেলার কালিগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‍্যাব জানিয়ে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, মামলা দায়েরের পর তাঁকে ঈশ্বরগঞ্জ থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত