Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক
এ সপ্তাহের   ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

রেনবো জেলি (বাংলা সিনেমা)
অভিনয়: মহাব্রত বসু, শ্রীলেখা মিত্র, কৌশিক সেন, শান্তিলাল মুখার্জি
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: ১২ বছরের কিশোর ঘোতন একজন স্পেশাল চাইল্ড। তাকে নানাভাবে উত্ত্যক্ত করে তার গণ্ডারিয়া মামা। পরে পরী পিসি আসার পর ঘোতনের কষ্ট কিছুটা লাঘব হয়। পরী পিসির জাদুতে সাত দিন সাত রকমের রান্না গণ্ডারিয়া মামাকে খাওয়ানোর পর ঘোতনের জীবনে পরিবর্তন আসে। ঘোতনের হাতে আসে তার বাবার রেখে যাওয়া গুপ্তধন।

রাউতু কা রাজ (হিন্দি সিনেমা)
অভিনয়: নওয়াজুদ্দিন সিদ্দিকী, অতুল তিওয়ারি, নারায়ণী শাস্ত্রী
দেখা যাবে: জি ফাইভ
গল্পসংক্ষেপ: একটি হত্যা মামলার তদন্তে নামে পুলিশ কর্মকর্তা দীপক। একটি স্কুলের হোস্টেলে ঘটে যাওয়া ওই হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হয় দীপক। তার সামনে আসে নতুন নতুন দিক, যা বিষয়টিকে আরও জটিল করে তোলে। জেদ চাপে দীপকের মাথায়। যে করেই হোক এ খুনের রহস্যের সমাধান করতেই হবে তাকে। 

আই অ্যাম: সেলিন ডিওন (তথ্যচিত্র)
অভিনয়: সেলিন ডিওন
দেখা যাবে: আমাজন প্রাইম
গল্পসংক্ষেপ: জনপ্রিয় কানাডিয়ান গায়িকা সেলিন ডিওনের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। এতে গায়িকা কথা বলেছেন তাঁর সাফল্য ও ব্যর্থতা নিয়ে। উঠে এসেছে তাঁর ব্যক্তিজীবনের নানা সংকটের কথা। এ তথ্যচিত্রে সেলিন ডিওন প্রথমবারের মতো মুখ খুলেছেন স্টিভ পারসন সিনড্রোম নামের জটিল রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে। অসুস্থতার কারণে শিল্পী এখন গান গাওয়া থেকে বিরত আছেন।

দ্য হোয়ার্লউইন্ড (কোরিয়ান সিরিজ)
অভিনয়: সল কিয়াং-কু, কিম হি-ইয়েন
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: দক্ষিণ কোরিয়ার উত্তেজনাপূর্ণ রাজনীতির চিত্র তুলে ধরা হয়েছে এ সিরিজে। প্রধানমন্ত্রী পার্ক ডন-হোর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তপ্ত অঙ্গন। দেশটির অর্থনীতি নিয়ন্ত্রণকারী ব্যবসায়ীদের সংগঠনগুলো ভেঙে দিতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী। শুদ্ধি অভিযান পরিচালনার সুবিধার্থে রাষ্ট্রপতিকে হত্যার সিদ্ধান্ত নেন তিনি। সমস্যা দেখা দেয় যখন উপ-প্রধানমন্ত্রী তার বিরোধিতা শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত