বিনোদন ডেস্ক
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
রেনবো জেলি (বাংলা সিনেমা)
অভিনয়: মহাব্রত বসু, শ্রীলেখা মিত্র, কৌশিক সেন, শান্তিলাল মুখার্জি
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: ১২ বছরের কিশোর ঘোতন একজন স্পেশাল চাইল্ড। তাকে নানাভাবে উত্ত্যক্ত করে তার গণ্ডারিয়া মামা। পরে পরী পিসি আসার পর ঘোতনের কষ্ট কিছুটা লাঘব হয়। পরী পিসির জাদুতে সাত দিন সাত রকমের রান্না গণ্ডারিয়া মামাকে খাওয়ানোর পর ঘোতনের জীবনে পরিবর্তন আসে। ঘোতনের হাতে আসে তার বাবার রেখে যাওয়া গুপ্তধন।
রাউতু কা রাজ (হিন্দি সিনেমা)
অভিনয়: নওয়াজুদ্দিন সিদ্দিকী, অতুল তিওয়ারি, নারায়ণী শাস্ত্রী
দেখা যাবে: জি ফাইভ
গল্পসংক্ষেপ: একটি হত্যা মামলার তদন্তে নামে পুলিশ কর্মকর্তা দীপক। একটি স্কুলের হোস্টেলে ঘটে যাওয়া ওই হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হয় দীপক। তার সামনে আসে নতুন নতুন দিক, যা বিষয়টিকে আরও জটিল করে তোলে। জেদ চাপে দীপকের মাথায়। যে করেই হোক এ খুনের রহস্যের সমাধান করতেই হবে তাকে।
আই অ্যাম: সেলিন ডিওন (তথ্যচিত্র)
অভিনয়: সেলিন ডিওন
দেখা যাবে: আমাজন প্রাইম
গল্পসংক্ষেপ: জনপ্রিয় কানাডিয়ান গায়িকা সেলিন ডিওনের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। এতে গায়িকা কথা বলেছেন তাঁর সাফল্য ও ব্যর্থতা নিয়ে। উঠে এসেছে তাঁর ব্যক্তিজীবনের নানা সংকটের কথা। এ তথ্যচিত্রে সেলিন ডিওন প্রথমবারের মতো মুখ খুলেছেন স্টিভ পারসন সিনড্রোম নামের জটিল রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে। অসুস্থতার কারণে শিল্পী এখন গান গাওয়া থেকে বিরত আছেন।
দ্য হোয়ার্লউইন্ড (কোরিয়ান সিরিজ)
অভিনয়: সল কিয়াং-কু, কিম হি-ইয়েন
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: দক্ষিণ কোরিয়ার উত্তেজনাপূর্ণ রাজনীতির চিত্র তুলে ধরা হয়েছে এ সিরিজে। প্রধানমন্ত্রী পার্ক ডন-হোর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তপ্ত অঙ্গন। দেশটির অর্থনীতি নিয়ন্ত্রণকারী ব্যবসায়ীদের সংগঠনগুলো ভেঙে দিতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী। শুদ্ধি অভিযান পরিচালনার সুবিধার্থে রাষ্ট্রপতিকে হত্যার সিদ্ধান্ত নেন তিনি। সমস্যা দেখা দেয় যখন উপ-প্রধানমন্ত্রী তার বিরোধিতা শুরু করেন।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
রেনবো জেলি (বাংলা সিনেমা)
অভিনয়: মহাব্রত বসু, শ্রীলেখা মিত্র, কৌশিক সেন, শান্তিলাল মুখার্জি
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: ১২ বছরের কিশোর ঘোতন একজন স্পেশাল চাইল্ড। তাকে নানাভাবে উত্ত্যক্ত করে তার গণ্ডারিয়া মামা। পরে পরী পিসি আসার পর ঘোতনের কষ্ট কিছুটা লাঘব হয়। পরী পিসির জাদুতে সাত দিন সাত রকমের রান্না গণ্ডারিয়া মামাকে খাওয়ানোর পর ঘোতনের জীবনে পরিবর্তন আসে। ঘোতনের হাতে আসে তার বাবার রেখে যাওয়া গুপ্তধন।
রাউতু কা রাজ (হিন্দি সিনেমা)
অভিনয়: নওয়াজুদ্দিন সিদ্দিকী, অতুল তিওয়ারি, নারায়ণী শাস্ত্রী
দেখা যাবে: জি ফাইভ
গল্পসংক্ষেপ: একটি হত্যা মামলার তদন্তে নামে পুলিশ কর্মকর্তা দীপক। একটি স্কুলের হোস্টেলে ঘটে যাওয়া ওই হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হয় দীপক। তার সামনে আসে নতুন নতুন দিক, যা বিষয়টিকে আরও জটিল করে তোলে। জেদ চাপে দীপকের মাথায়। যে করেই হোক এ খুনের রহস্যের সমাধান করতেই হবে তাকে।
আই অ্যাম: সেলিন ডিওন (তথ্যচিত্র)
অভিনয়: সেলিন ডিওন
দেখা যাবে: আমাজন প্রাইম
গল্পসংক্ষেপ: জনপ্রিয় কানাডিয়ান গায়িকা সেলিন ডিওনের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। এতে গায়িকা কথা বলেছেন তাঁর সাফল্য ও ব্যর্থতা নিয়ে। উঠে এসেছে তাঁর ব্যক্তিজীবনের নানা সংকটের কথা। এ তথ্যচিত্রে সেলিন ডিওন প্রথমবারের মতো মুখ খুলেছেন স্টিভ পারসন সিনড্রোম নামের জটিল রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে। অসুস্থতার কারণে শিল্পী এখন গান গাওয়া থেকে বিরত আছেন।
দ্য হোয়ার্লউইন্ড (কোরিয়ান সিরিজ)
অভিনয়: সল কিয়াং-কু, কিম হি-ইয়েন
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: দক্ষিণ কোরিয়ার উত্তেজনাপূর্ণ রাজনীতির চিত্র তুলে ধরা হয়েছে এ সিরিজে। প্রধানমন্ত্রী পার্ক ডন-হোর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তপ্ত অঙ্গন। দেশটির অর্থনীতি নিয়ন্ত্রণকারী ব্যবসায়ীদের সংগঠনগুলো ভেঙে দিতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী। শুদ্ধি অভিযান পরিচালনার সুবিধার্থে রাষ্ট্রপতিকে হত্যার সিদ্ধান্ত নেন তিনি। সমস্যা দেখা দেয় যখন উপ-প্রধানমন্ত্রী তার বিরোধিতা শুরু করেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে