নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ শহরের ডালপট্টিতে টাকা-গয়না লুট করতে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন অভিযুক্ত আল জোবায়ের (২৬)। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে। পরে গতকাল বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে তাঁকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার বিকেলে ডালপট্টি এলাকায় একটি ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে মা ও অন্তঃসত্ত্বা মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই রক্তমাখা ছুরি, হ্যান্ড গ্লাভসসহ আটক করা হয় আল জোবায়েরকে। নিহতরা হলেন রুমা চক্রবর্তী (৪৬) ও ঋতু চক্রবর্তী (২২)। জোবায়ের শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদে জোবায়ের জানিয়েছেন, টাকাপয়সা লুট করার জন্যই ফ্ল্যাটে প্রবেশ করেন ও হত্যাকাণ্ড ঘটান। ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে কলবেল বাজিয়েছিলেন তিনি। কিন্তু ওই ফ্ল্যাটের কেউ দরজা খোলেননি। তখন পাশের রামপ্রসাদ চক্রবর্তীর ফ্ল্যাটে কলবেল চাপেন। ওই ফ্ল্যাটের দরজা খুললে ভেতরে ঢুকে রুমা চক্রবর্তীর গলা চেপে ধরেন জোবায়ের। এ সময় রুমার গলার মালা তিনি ছিনিয়ে নেন। এরপর ছুরি মেরে রুমাকে হত্যা করেন। রুমার মেয়ে অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী এগিয়ে এলে তাঁকেও ছুরি মেরে হত্যা করেন জোবায়ের।
গতকাল দুপুরে হত্যাকাণ্ডের শিকার রুমা চক্রবর্তীর স্বামী রামপ্রসাদ চক্রবর্তী সদর মডেল থানায় মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রামপ্রসাদ ‘মেসার্স ইসলাম ট্রেডার্সে’ চাকরি করেন। মঙ্গলবার বেলা আড়াইটায় তাঁর বাড়ির মালিকের ভাগনে জানান, তাঁদের ভবনের নিচে অনেক লোক জড়ো হয়েছেন। রামপ্রসাদ স্ত্রী রুমার মোবাইল ফোনে কল করলে তা রিসিভ করেন ওই যুবক। টাকা-গয়না কোথায় আছে জানতে চান। পরিচয় জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। ততক্ষণে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ ফ্ল্যাটে গিয়ে ওই যুবককে আটক করে। উদ্ধার করা হয় মরদেহ।
নারায়ণগঞ্জ শহরের ডালপট্টিতে টাকা-গয়না লুট করতে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন অভিযুক্ত আল জোবায়ের (২৬)। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে। পরে গতকাল বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে তাঁকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার বিকেলে ডালপট্টি এলাকায় একটি ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে মা ও অন্তঃসত্ত্বা মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই রক্তমাখা ছুরি, হ্যান্ড গ্লাভসসহ আটক করা হয় আল জোবায়েরকে। নিহতরা হলেন রুমা চক্রবর্তী (৪৬) ও ঋতু চক্রবর্তী (২২)। জোবায়ের শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদে জোবায়ের জানিয়েছেন, টাকাপয়সা লুট করার জন্যই ফ্ল্যাটে প্রবেশ করেন ও হত্যাকাণ্ড ঘটান। ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে কলবেল বাজিয়েছিলেন তিনি। কিন্তু ওই ফ্ল্যাটের কেউ দরজা খোলেননি। তখন পাশের রামপ্রসাদ চক্রবর্তীর ফ্ল্যাটে কলবেল চাপেন। ওই ফ্ল্যাটের দরজা খুললে ভেতরে ঢুকে রুমা চক্রবর্তীর গলা চেপে ধরেন জোবায়ের। এ সময় রুমার গলার মালা তিনি ছিনিয়ে নেন। এরপর ছুরি মেরে রুমাকে হত্যা করেন। রুমার মেয়ে অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী এগিয়ে এলে তাঁকেও ছুরি মেরে হত্যা করেন জোবায়ের।
গতকাল দুপুরে হত্যাকাণ্ডের শিকার রুমা চক্রবর্তীর স্বামী রামপ্রসাদ চক্রবর্তী সদর মডেল থানায় মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রামপ্রসাদ ‘মেসার্স ইসলাম ট্রেডার্সে’ চাকরি করেন। মঙ্গলবার বেলা আড়াইটায় তাঁর বাড়ির মালিকের ভাগনে জানান, তাঁদের ভবনের নিচে অনেক লোক জড়ো হয়েছেন। রামপ্রসাদ স্ত্রী রুমার মোবাইল ফোনে কল করলে তা রিসিভ করেন ওই যুবক। টাকা-গয়না কোথায় আছে জানতে চান। পরিচয় জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। ততক্ষণে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ ফ্ল্যাটে গিয়ে ওই যুবককে আটক করে। উদ্ধার করা হয় মরদেহ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে