ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০৬: ৩১
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১২: ৩১

ঢাকার কেরানীগঞ্জে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে আল আমিন জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল দোকানের মালিক স্বপন চন্দ্রের পায়ে গুলি করে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে মালিকপক্ষ দাবি করেছে।

গতকাল বুধবার বেলা পৌনে দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর রসুলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পুলিশের সহায়তায় জুয়েলার্সের মালিককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দুইটার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে চারজন যুবক ওই দোকানের সামনে দাঁড়ান। ৮-১০টি ককটেল ফাটিয়ে তিন যুবক দোকানের ভেতর ঢোকেন। অপরজন বাইরে ছিলেন। পরে দোকান থেকে স্বর্ণালংকার নিয়ে মোটরসাইকেলে করে তাঁরা চলে যান। এ সময় উৎসুক জনতাকে লক্ষ্য করে তাঁরা বেশ কিছু স্বর্ণালংকার ছুড়ে মারেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আল আমিন জুয়েলার্সের মালিকের ভাগনে দুর্জয় বলেন,‘কিছু বুঝে ওঠার আগেই ডাকাতেরা আমার মামা স্বপনের ডান হাঁটুতে গুলি করেন। পরে দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। যাওয়ার সময় বেশ কিছু স্বর্ণালংকার রাস্তায় ফেলে যান। পরে পুলিশ এসে সেসব স্বর্ণ উদ্ধার করে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত