নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
নেছারাবাদ উপজেলার উত্তর ব্যাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ভবন হয়নি দুই বছরেও। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বারবার তাগাদা দেওয়ার পরেও নতুন ভবনের নির্মাণকাজ শুরু করেননি ঠিকাদার।
দুই বছর আগে পিরোজপুর সদরের মেসার্স চান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান স্কুল ভবন নির্মাণের কার্যাদেশ পায়। নতুন ভবনের নির্মাণকাজ করার সুবিধার্থে একমাত্র পুরোনো ভবনটিও তখন ভেঙে ফেলা হয়। সে সময় ক্লাস নেওয়ার জন্য নিচু জমিতে বাঁশের খুঁটি দিয়ে একটি অস্থায়ী ঘর নির্মাণ করা হয়। বর্তমানে সেই টিনের ছাপড়া ঘরটিও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বৃষ্টির পানি পড়াসহ নানা কারণে দুই বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষক–শিক্ষার্থীরা।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মীর আলী শাকির বলেন, ‘বহুভাবে চেষ্টা করার পরেও ঠিকাদারকে দিয়ে কাজ শুরু করাতে পারিনি। তাই বাধ্য হয়ে ঠিকাদারের চুক্তি বাতিলের জন্য প্রধান প্রকৌশলীর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘চুক্তি বাতিলের প্রস্তাব অনুমোদিত হলে নতুন করে দরপত্র আহ্বান এবং নির্মাণকাজ শুরু করতে বেশ কিছুদিন সময় লাগবে। এ অবস্থায় শিক্ষক–শিক্ষার্থীদের আরও কিছুদিন দুর্ভোগ পোহানোর সম্ভাবনা রয়েছে।’
জানা গেছে, উত্তর ব্যাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ২০১৯ সালের ৯ অক্টোবর মেসার্স চান এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেয় এলজিইডি। চুক্তি মতে, ২০২০ সালের ১৩ জুলাই কাজ শেষ করার কথা। ওই সময় ঠিকাদার কিছু ইট–বালু এনে বিদ্যালয় মাঠে স্তূপ করে রাখেন। পরে করোনার অজুহাতে দীর্ঘদিন কাজটি ফেলে রাখা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী মণ্ডল বলেন, ‘বাঁশের খুঁটির ওপর টিনের ছাপড়া ঘরটিও নড়বড়ে অবস্থায় রয়েছে। বৃষ্টি হলে পানি পড়ে। এর মধ্যেই ক্লাস নিতে হচ্ছে। এ ছাড়া মাঠ জুড়ে বালুর স্তূপ। বালুর কারণে শিক্ষার্থীদের খেলাধুলা ও চলাচল ব্যাহত হচ্ছে।’
উপজেলা প্রকৌশলী মীর শাকির এ বিষয়ে বলেন, ‘ঠিকাদারকে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তিনি বারবার কাজ আরম্ভ করার কথা বলেও তা রক্ষা করছেন না।’
নেছারাবাদ উপজেলার উত্তর ব্যাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ভবন হয়নি দুই বছরেও। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বারবার তাগাদা দেওয়ার পরেও নতুন ভবনের নির্মাণকাজ শুরু করেননি ঠিকাদার।
দুই বছর আগে পিরোজপুর সদরের মেসার্স চান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান স্কুল ভবন নির্মাণের কার্যাদেশ পায়। নতুন ভবনের নির্মাণকাজ করার সুবিধার্থে একমাত্র পুরোনো ভবনটিও তখন ভেঙে ফেলা হয়। সে সময় ক্লাস নেওয়ার জন্য নিচু জমিতে বাঁশের খুঁটি দিয়ে একটি অস্থায়ী ঘর নির্মাণ করা হয়। বর্তমানে সেই টিনের ছাপড়া ঘরটিও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বৃষ্টির পানি পড়াসহ নানা কারণে দুই বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষক–শিক্ষার্থীরা।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মীর আলী শাকির বলেন, ‘বহুভাবে চেষ্টা করার পরেও ঠিকাদারকে দিয়ে কাজ শুরু করাতে পারিনি। তাই বাধ্য হয়ে ঠিকাদারের চুক্তি বাতিলের জন্য প্রধান প্রকৌশলীর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘চুক্তি বাতিলের প্রস্তাব অনুমোদিত হলে নতুন করে দরপত্র আহ্বান এবং নির্মাণকাজ শুরু করতে বেশ কিছুদিন সময় লাগবে। এ অবস্থায় শিক্ষক–শিক্ষার্থীদের আরও কিছুদিন দুর্ভোগ পোহানোর সম্ভাবনা রয়েছে।’
জানা গেছে, উত্তর ব্যাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ২০১৯ সালের ৯ অক্টোবর মেসার্স চান এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেয় এলজিইডি। চুক্তি মতে, ২০২০ সালের ১৩ জুলাই কাজ শেষ করার কথা। ওই সময় ঠিকাদার কিছু ইট–বালু এনে বিদ্যালয় মাঠে স্তূপ করে রাখেন। পরে করোনার অজুহাতে দীর্ঘদিন কাজটি ফেলে রাখা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী মণ্ডল বলেন, ‘বাঁশের খুঁটির ওপর টিনের ছাপড়া ঘরটিও নড়বড়ে অবস্থায় রয়েছে। বৃষ্টি হলে পানি পড়ে। এর মধ্যেই ক্লাস নিতে হচ্ছে। এ ছাড়া মাঠ জুড়ে বালুর স্তূপ। বালুর কারণে শিক্ষার্থীদের খেলাধুলা ও চলাচল ব্যাহত হচ্ছে।’
উপজেলা প্রকৌশলী মীর শাকির এ বিষয়ে বলেন, ‘ঠিকাদারকে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তিনি বারবার কাজ আরম্ভ করার কথা বলেও তা রক্ষা করছেন না।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে