নীলফামারী হাসপাতাল পেল লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ১৩: ৫১
Thumbnail image

নীলফামারী জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবায় যুক্ত হলো লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সুবিধা। গতকাল সোমবার দুপুরে হাসপাতাল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বক্তব্য দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহিম, আজিজুল হক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল হক, ঠিকাদার মিজানুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন হাসপাতালের সহকারী পরিচালক মো. জহিরুল কবির।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘এখন থেকে গর্ভবতী মায়েদের বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে। এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন।’

অনুষ্ঠানে তিনি হাসপাতালের পুরোনো অ্যাম্বুলেন্স মেরামতের জন্য ৪ লাখ টাকা অনুদান দেন।

হাসপাতালের সহকারী পরিচালক মো. জহিরুল কবির জানান, ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারত সরকার বাংলাদেশকে ৭৯টি লাইভ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিয়েছে। যাতে রয়েছে জীবন রক্ষাকারী আধুনিক যন্ত্রপাতি ও রোগীদের মানসম্মত জরুরি সেবা ও লাইফ সাপোর্ট সুবিধা। তারই একটি নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালকে দেওয়া হয়েছে। জেনারেল হাসপাতালটি নীলফামারী মেডিকেল কলেজের সঙ্গে সংযুক্তি থাকায় ওই অ্যাম্বুলেন্সটি হাসপাতালের জটিল রোগী বহনে ব্যবহার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত