টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে আগামীকাল শনিবার ১ লাখ ৯ হাজার ৮০০ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। দেশব্যাপী গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলেও এ টিকা দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলার ১২টি উপজেলায় টিকা পৌঁছে দেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলায় ২ হাজার ৫৬২ জন কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী কাজ করবেন বলে জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, জেলার ১২টি উপজেলার ১১৪টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ৩৬৬টি কেন্দ্রে ১ লাখ ৮ হাজার ৩০০ জনকে টিকা দেওয়া হবে। এর মধ্যে সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে ১০ হাজার ৮০০ জনকে, দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নের ২৪টি কেন্দ্রে ৭ হাজার ২০০ জনকে, নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে ১০ হাজার ৮০০ জনকে, বাসাইল উপজেলার ৬টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ৫ হাজার ৪০০ জনকে, মির্জাপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ৩৯টি কেন্দ্রে ১১ হাজার ৭০০ জনকে, সখীপুরে ৬টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ৫ হাজার ৪০০ জনকে, ঘাটাইলে ১১টি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে ৯ হাজার ৯০০ জনকে, গোপালপুরে ৭টি ইউনিয়নের ২১টি কেন্দ্রে ৬ হাজার ৩০০ জনকে, ভূঞাপুরে ৬টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ৫ হাজার ৪০০ জনকে, কালিহাতীতে ১৫টি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে ১৩ হাজার ৫০০ জনকে, মধুপুরের ১১টি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে ১১ হাজার ৭০০ জনকে, ধনবাড়িতে ৭টি ইউনিয়নের ২১টি কেন্দ্রে ৬ হাজার ৩০০ জনকে টিকা দেওয়া দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও জেলা স্বাস্থ্য বিভাগ ১ লাখ ৮৩ হাজার মানুষকে টিকার আওতায় আনতে চায় বলে জানিয়েছে।
জানা গেছে, ইতিমধ্যে প্রতিটি উপজেলায় টিকা পৌঁছে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ কাজ বাস্তবায়নে মোট ২ হাজার ৫৬২ জন দায়িত্ব পালন করবেন। এর মধ্যে টিকাদানকর্মী রয়েছেন ৭৩২ জন, স্বেচ্ছাসেবী রয়েছেন ১ হাজার ৯৮ জন ও সুপারভাইজার রয়েছেন ৩৬৬ জন।
এ কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসককে সভাপতি ও সিভিল সার্জনকে সদস্যসচিব করে একটি কমিটি করা হয়েছে। এ কমিটি টিকা দেওয়ার পুরো বিষয়টি তদারকি করছে। এ ছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদস্যসচিব হিসেবে অপর একটি কমিটি রয়েছে। তাঁরাও নিজ নিজ উপজেলার টিকা কর্মসূচির কাজ তদারকি করবেন।
এ বিষয়ে সিভিল সার্জন আবুল ফজল সাহাবুদ্দিন বলেন, ‘স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিটি কেন্দ্রে ৩০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে হিসাবে জেলায় ১ লাখ ৯ হাজার ৮০০ জনকে টিকা দেওয়ার কথা রয়েছে। তবে আমাদের জেলায় টিকা কর্মসূচি কিছুটা পিছিয়ে থাকায় এদিন আমরা প্রতিটি টিকাকেন্দ্র ৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রস্তুতি সম্পন্ন করেছি। এ হিসাব অনুযায়ী, ওই দিন আমরা আশা করছি ১ লাখ ৮৩ হাজার মানুষকে টিকা দিতে পারব।’
টাঙ্গাইলে আগামীকাল শনিবার ১ লাখ ৯ হাজার ৮০০ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। দেশব্যাপী গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলেও এ টিকা দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলার ১২টি উপজেলায় টিকা পৌঁছে দেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলায় ২ হাজার ৫৬২ জন কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী কাজ করবেন বলে জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, জেলার ১২টি উপজেলার ১১৪টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ৩৬৬টি কেন্দ্রে ১ লাখ ৮ হাজার ৩০০ জনকে টিকা দেওয়া হবে। এর মধ্যে সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে ১০ হাজার ৮০০ জনকে, দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নের ২৪টি কেন্দ্রে ৭ হাজার ২০০ জনকে, নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে ১০ হাজার ৮০০ জনকে, বাসাইল উপজেলার ৬টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ৫ হাজার ৪০০ জনকে, মির্জাপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ৩৯টি কেন্দ্রে ১১ হাজার ৭০০ জনকে, সখীপুরে ৬টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ৫ হাজার ৪০০ জনকে, ঘাটাইলে ১১টি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে ৯ হাজার ৯০০ জনকে, গোপালপুরে ৭টি ইউনিয়নের ২১টি কেন্দ্রে ৬ হাজার ৩০০ জনকে, ভূঞাপুরে ৬টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ৫ হাজার ৪০০ জনকে, কালিহাতীতে ১৫টি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে ১৩ হাজার ৫০০ জনকে, মধুপুরের ১১টি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে ১১ হাজার ৭০০ জনকে, ধনবাড়িতে ৭টি ইউনিয়নের ২১টি কেন্দ্রে ৬ হাজার ৩০০ জনকে টিকা দেওয়া দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও জেলা স্বাস্থ্য বিভাগ ১ লাখ ৮৩ হাজার মানুষকে টিকার আওতায় আনতে চায় বলে জানিয়েছে।
জানা গেছে, ইতিমধ্যে প্রতিটি উপজেলায় টিকা পৌঁছে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ কাজ বাস্তবায়নে মোট ২ হাজার ৫৬২ জন দায়িত্ব পালন করবেন। এর মধ্যে টিকাদানকর্মী রয়েছেন ৭৩২ জন, স্বেচ্ছাসেবী রয়েছেন ১ হাজার ৯৮ জন ও সুপারভাইজার রয়েছেন ৩৬৬ জন।
এ কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসককে সভাপতি ও সিভিল সার্জনকে সদস্যসচিব করে একটি কমিটি করা হয়েছে। এ কমিটি টিকা দেওয়ার পুরো বিষয়টি তদারকি করছে। এ ছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদস্যসচিব হিসেবে অপর একটি কমিটি রয়েছে। তাঁরাও নিজ নিজ উপজেলার টিকা কর্মসূচির কাজ তদারকি করবেন।
এ বিষয়ে সিভিল সার্জন আবুল ফজল সাহাবুদ্দিন বলেন, ‘স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিটি কেন্দ্রে ৩০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে হিসাবে জেলায় ১ লাখ ৯ হাজার ৮০০ জনকে টিকা দেওয়ার কথা রয়েছে। তবে আমাদের জেলায় টিকা কর্মসূচি কিছুটা পিছিয়ে থাকায় এদিন আমরা প্রতিটি টিকাকেন্দ্র ৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রস্তুতি সম্পন্ন করেছি। এ হিসাব অনুযায়ী, ওই দিন আমরা আশা করছি ১ লাখ ৮৩ হাজার মানুষকে টিকা দিতে পারব।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে