Ajker Patrika

সোয়া লাখ টন সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২২, ১২: ০৫
সোয়া লাখ টন সার কিনবে সরকার

কাতার, সৌদি আরব, তিউনেসিয়া ও কাফকো থেকে ১ হাজার ১০ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকায় ১ লাখ ২৫ হাজার টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার।

গতকাল ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত চারটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মুনতাজা, কাতার থেকে ১৬তম লটে ৩০ হাজার টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার ২২১ কোটি ২৩ লাখ ১২ হাজার ৫০০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১৭তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ২২৬ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, আজ টেবিলে দুটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। দুটি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাব দুটি হলো কৃষি মন্ত্রণালয়ের আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে মেইড ইন সৌদি আরব ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করবে সরকার। প্রতি টনের দাম ১ হাজার ৮ দশমিক ৫০ ডলার। এতে মোট ব্যয় হবে ৩৪৮ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত